LYRIC

Ujjwal Ek Jhank Payra Lyrics | উজ্জ্বল এক ঝাঁক পায়রা

Ujjwal Ek Jhank Payra lyrics in Bengali is sung by Sandhya Mukhopadhyay. Lyrics penned by কবি বিমলচন্দ্র ঘোষ and music of উজ্জ্বল এক ঝাঁক পায়রা composed by Salil Chowdhury Music Label:Saregama India Ltd.

Song Credits:
Song: Ujjwal Ek Jhank Payra
উজ্জ্বল এক ঝাঁক পায়রা
Artist:Sandhya Mukhopadhyay
Music Director: Salil Chowdhury
Lyricist: কবি বিমলচন্দ্র ঘোষ
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


Ujjwal Ek Jhank Payra lyrics in Bengali

উজ্জ্বল এক ঝাঁক পায়রা….
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
উজ্জ্বল এক ঝাঁক পায়রা….
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
নিঃসীম ঘননীল অম্বর
গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে
হে কাল, হে গম্ভীর অশান্ত সৃষ্টির
প্রশান্ত মন্থর অবকাশ
হে অসীম উদাসীন বারোমাস
চৈত্রের রৌদ্রের উদ্দাম…. উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা

উজ্জ্বল এক ঝাঁক পায়রা….
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
নিঃসীম ঘননীল অম্বর
গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে
হে কাল, হে গম্ভীর অশান্ত সৃষ্টির
প্রশান্ত মন্থর অবকাশ….
হে অসীম উদাসীন বারোমাস
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা

দুপুরের রৌদ্রের নিঃঝুম শান্তি, শান্তি….
নীল কপোতাক্ষীর কান্তি
দুপুরের রৌদ্রের নিঃঝুম শান্তি, শান্তি…
নীল কপোতাক্ষীর কান্তি

এক ফালি নাগরিক আকাশে
কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে
এক ফালি নাগরিক আকাশে
নীল কপোতাক্ষীর কান্তি

হে কপোত, পারাবত, পায়রা….
যেদিকে দু’চোখ যায় দেখা যায় যদ্দুর….
হে কপোত, পারাবত, পায়রা…
যেদিকে দু’চোখ যায় দেখা যায় যদ্দুর…
শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ…..

উজ্জ্বল এক ঝাঁক পায়রা….
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা


Ujjwal Ek Jhank Payra lyrics in English

Ujjwal Ekjhak Pyra
Surjer Ujjwal Raudre
Chanchal Pakhnay Urche
Ujjwal Ekjhak Pyra
Surjer Ujjwal Raudre
Chanchal Pakhnay Urche
Nissim Ghana Nil Amber
Grah-Tara Thake Yadi Thak Nil Shoonye
He Kaal, He Gambhir Ashanta Sristir
Prasanta Manthar Avakash
He Osim Udasin Baromas
Chitrer Raudrer Uddam… Ullasse
Tumi Nei, Aami Nei
Keu Nei, Keu Nei
Ore Sudhu Ak Jhak Payra

Ujjwal Ekjhak Pyra
Surjer Ujjwal Raudre
Chanchal Pakhnay Urche
Nissim Ghana Nil Amber
Grah-Tara Thake Yadi Thak Nil Shoonye
He Kaal, He Gambhir Ashanta Sristir
Prasanta Manthar Avakash
He Osim Udasin Baromas
Chitrer Raudrer Uddam… Ullasse
Tumi Nei, Aami Nei
Keu Nei, Keu Nei
Ore Sudhu Ak Jhak Payra

Dupurer Raudrer Ninjhum Shanti, Shanti ….
Nil Kapotakshir Kanti
Dupurer Raudrer Ninjhum Shanti, Shanti…

Ek Fali Naagarik Akashe
Kalajayi Pakhnar Chanchal Prakashe
Ek Fali Naagarik Akashe
Nil Kapotakshir Kanti

He Kapot, Paravat, Pyra
Jedike Du Chokh Jay Dekha Jay Roddur
He Kapot, Paravat, Pyra
Jedike Du Chokh Jay Dekha Jay Roddur
Shudhu Shwet Pingal Krishna….

Ujjwal Ekjhak Pyra
Choitrer Roudder Uddam Ullashe
Tumi Nei, Aami Nei
Keu Nei, Keu Nei
Ore Sudhu Ak Jhak Payra


Ujjwal Ek Jhank Payra lyrics information

উজ্জ্বল এক ঝাঁক পায়রা  মুলত এক্বিটি কবিতা এটি লিখেছেন  বিমলচন্দ্র ঘোষ

বিমলচন্দ্র ঘোষ  একজন বাঙালি বামপন্থী কবি ছিলেন। বিমলচন্দ্র ঘোষ ১৯১০ খ্রিষ্টাব্দের ১২ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নগেন্দ্রনাথ ঘোষ। তাদের পৈতৃক বাড়ি ছিল হাওড়ার বালি শহরে।বিমলচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল জীবন ও রাত্রিদক্ষিণায়নউলুখড়দ্বিপ্রহর ও অন্যান্য কবিতাফতোয়ানানকিংসাবিত্রীবিশ্বশান্তিভুখা ভারতউদাত্ত ভারতরক্তগোলাপ প্রভৃতি। নানকিং কাব্যগ্রন্থ সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গীতিকার হিসাবেও তিনি ছিলেন সমান পারদর্শী ও সফল। তার লেখা উজ্জ্বল একঝাঁক পায়রাশোনো বন্ধু শোনো- প্রাণহীন এই শহরের ইতিকথাঝড় উঠেছে বাউল বাতাস প্রভৃতি জনপ্রিয়তা লাভ করেছিল।


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!