LYRIC

Naam Rekhechi Bonolota Lyrics | নাম রেখেছি বনলতা

Shyamal Mitra sings Naam Rekhechhi Bonolata. Lyrics penned by Sudhin Dasgupta and music of নাম রেখেছি বনলতা composed by Sudhin Dasgupta Music Label: Saregama India Ltd.

Naam Rekhechi Bonolota Song Information

Song: Naam Rekhechhi Bonolata
নাম রেখেছি বনলতা
Artist: Shyamal Mitra
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Sudhin Dasgupta
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Naam Rekhechi Bonolota lyrics in Bengali

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি

বনলতা কও কথা…..
হয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি

বনলতা… কও কথা
হয়ো না গো… কুন্ঠিতা
বনলতা …কও কথা
হয়ো না গো …কুন্ঠিতা
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি

একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি

বনলতা কও কথা
হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি

The End


Naam Rekhechi Bonolota lyrics in English

Naam Rekhechi Bonolota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Valobesechi
Naam Rekhechi Bonolota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Valobesechi

Bonolota Kou Kotha…
Hoyona Go Kunthita
Didha Thoro Thoro Monei Tai Na Esechi
Naam Rekhechi Banalota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Bhalobesechi

Jol Bhora Megh Oi Dachokhe Dekhte Ami Peyechi
Ekla Mone Nirjonete Tomar Chobi Ekechi

Jol Bhora Megh Oi Dachokhe Dekhte Ami Peyechi
Ekla Mone Nirjonete Tomar Chobi Ekechi
Naam Rekhechi Banalota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Bhalobesechi

Bonolota.. Kou Kotha…
Hoyona Go Kunthita
Bonolota.. Kou Kotha…
Hoyona Go Kunthita
Ekti Kothai Shunbo Bole Tai To Kache Esechi
Bolbe Ki Go Amio To Tomay Valobesechi

Ekti Kothai Shunbo Bole Tai To Kache Esechi
Bolbe Ki Go Amio To Tomay Valobesechi

Naam Rekhechi Banalota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Bhalobesechi

Bonolota Kou Kotha…
Hoyona Go Kunthita
Didha Thoro Thoro Monei Tai Na Esechi
Naam Rekhechi Banalota Jokhon Dekhechi
Hoyto Ba Sei Khonei Tomay Bhalobesechi


নাম রেখেছি বনোলতা গানটি গেয়েছেন শ্যামল মিত্র। সুর করেছেন সুধীন দাশগুপ্ত এবং বাংলায় নাম রেখেছি বনলতা লিরিক্স লিখেছেন সুধীন দাশগুপ্ত।পরবর্তীকালে Miftah Zaman নাম রেখেছি বনলতা গানটি গেয়েছেন।

Cover Credits :
Singer : Miftah Zaman
Music Rearrangement : Partha Barua
Production : 49Blue
Music Label : Seylon Tea


Naam Rekhechi Bonolota Song Singer information

শ্যামল মিত্র (১৪ জানুয়ারি ১৯২৯ – ১৫ নভেম্বর ১৯৮৭) পশ্চিম বাংলার এক প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার  গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হল আনন্দ আশ্রম ও অমানুষ।

১৯৪৮ খ্রিস্টাব্দে শ্যামল মিত্র প্রথম রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে। বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবিন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে ‘সুনন্দার বিয়ে’তে সাড়া ফেলেন।

উল্লেখযোগ্য গান

  • স্মৃতি তুমি বেদনার
  • আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
  • ওই আঁকা বাঁকা যে পথ
  • কেন তুমি ফিরে এলে
  • দূর নয় বেশি দূর ওই
  • ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
  • নাম রেখেছি বনলতা
  • রাজার পঙ্খী উইড়্যা গেলে
  • কি নামে ডেকে
  • শুভ্র শঙ্খ রবে (মহালয়া)

Shyamal Mitra was an Indian versatile playback singer and music director along with Hemanta Mukherjee and Manna Dey. Mitra had also worked in many Hindi and Bengali films as a music director and film producer. He was the most notable musician of the golden era of the Bengali music industry


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!