বাংলা সংগীত এক মহাভান্ডারে সমৃদ্ধ। এতে রবীন্দ্র থেকে নজরুল, দেশাত্মবোধক থেকে লালনগীতি , বাংলা আধুনিক থেকে বাংলা ছায়া ছবি কিংবা পল্লীগীতি সবই যেন বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে রেখেছে। সেই গানের মহাভান্ডার থেকে যতটা সম্ভব গানের গীতিকাব্য বা গীতিকবিতা (lyrics) আমাদের এই সাইটে দেয়াই উদ্দেশ্য। আপনারা নানা ধরনের গানগুলোর সাথেই হয়ত পরিচিত কিন্তু কখনো বা ভাবেন যদি অনলাইনে পাওয়া যায় বাংলা গানের গীতিকবিতা বা lyrics তাহলে এই শতাব্দীর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলা সংস্কৃতিও পাবে এক নতুন রূপ। এই উদ্দেশ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। এর মাধ্যমে যদি আপনাদের সাহায্য হয়ে থাকে তাহলে মনে করব আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।
বিশেষ ঘোষণা : এই সাইটে যে গান গুলির Lyrics ব্যবহৃত হয়েছে , সেগুলির কোনোটিরই মালিক আমারা নই । যে ছবি গুলি ব্যবহৃত হয়েছে সেগুলির ও কোনোটিরই মালিক আমারা নই সাধারণত সঙ্গীত প্রেমী মানুষদের কিছু আনন্দ দেওয়ার জন্য এই সাইট টি তৈরি করেছি । কপিরাইট সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন আমার তৎক্ষনাত ছবি বা লিঙ্ক যে গুলি ব্যবহৃত হয়েছে তা সরিয়ে নেব।
Special Announcement: We do not own any of the Lyrics of the songs on this site. We don’t own any of the pictures that have been used. We created this site to give
some fun to music lovers. Please contact us if you have any copyright issues. we will immediately remove any pictures or links that have been used.