LYRIC

Ghum Ghum Chand Jhikimiki Tara Lyrics | ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা

Ghum Ghum Chand Jhikimiki Tara (ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা)  lyrics in Bengali from the movie Sabar Upare.  Filmstar: Uttam Kumar/Suchitra Sen/Chhabi Biswas/Pahari Sanyal/Kamal Mitra. The song Ghum Ghum Chand Jhikimiki Tara is sung by Sandhya Mukherjee. Lyrics penned by Gauriprasanna Mazumder and music composed by Robin Chatterjee.Music Label: Saregama India Ltd

Song: Ghum Ghum Chand Jhikimiki Tara
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
Film Title: Sabar Upare
Artist: Sandhya Mukherjee
Music Director: Robin Chatterjee
Lyricist: Gauriprasanna Mazumder
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


Ghum Ghum Chand Jhikimiki Tara lyrics in Bengali

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার
এই চাঁদের অতিথিরে বরন করি
এই চাঁদের অতিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ…. আর
ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত….
আসেনি তো বুঝি আর, জীবনে আমার

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদের অতিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর
ওগো মায়াবিনী রাত

সব কথা গান সুরে সুরে
যেন রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর
জীবনের ফুলছায়
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে জেনো স্বপ্নেরও দেশে যাই
আজ তাইকি জীবনে বাসর গড়ি
এই চাঁদের অতিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর
ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার


Ghum Ghum Chand Jhikimiki Tara lyrics in English

Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat
Asheni Tor Aar Jibone Amar
Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat
Asheni Tor Aar Jibone Amar
Ei Chander Otithire Boron Kori
Ei Chander Otithire Boron Kori
Ogo Maya Bhora Chad Aar
Ogo Mayabini Raat
Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat
Asheni Tor Aar Jibone Amar

Batasero Sure Shunechi Banshi Taar
Fule Fule Oi Chorano Je Haasi Taar
Sei Modhuro Hasite Hridoy Bhori
Ei Chander Otithire Boron Kori
Ogo Maya Bhora Chad Aar
Ogo Mayabini Raat

Shob Kotha Gaan Sure Sure
Jeno Rupkotha Hoye Jaay
Ful Ritu Aaj Elo Bujhi Mor
Jiboner Fulochaay
Kothay Se Koto Dure Janina Vese Jai
Mone Mone Jeno Swopner Deshe Jai
Aj Tai Ki Jiboner Basor Gori
Ogo Maya Bhora Chad Aar
Ogo Mayabini Raat
Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat
Asheni Tor Aar Jibone Amar


Sabar Upare Movie Information

সবার উপরে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ।সবার উপরে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায় এবং গীত রচনা করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার।

প্রশান্ত চট্টোপাধ্যায়  এক মহিলা খুনের অভিযোগে  যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন,বারো বছর পর, তার একমাত্র ছেলে শঙ্কর (উত্তম কুমার), যিনি তার মায়ের (শোভা সেন) সাথে পাটনায় থাকেন, তার বাবাকে  নির্দোষ প্রমাণ করতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে কৃষ্ণনগরে আসেন।
সেখানে তিনি রীতার (সুচিত্রা সেন) প্রেমে পড়েন, । একসাথে, তারা গোপনে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ জমা করে,  তারা রীতার সাংবাদিক ভাই (পাহারি সান্যাল) এর সাহায্য পায়, যিনি  বন্ধুদের মাধ্যমে  শঙ্করের বাবার (উত্তম কুমার),  মামলাটি পুনরায় খোলার চেষ্টা করেন।শঙ্কর নিজেই মামলাটি উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রমাণ উপস্থাপনের মাধ্যমে, সফলভাবে তার পিতার পক্ষে আবেদন করেন এবং প্রকৃত অপরাধী, এবং সরকারি আইনজীবীর জড়িত থাকার প্রমাণ দেন ।  প্রশান্ত চৌধুরী কারাগারে ১২ বছর  কারাগারে জীবনযাপনের কারনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন , যাইহোক, যখন তার পরিবারের মাঝে আনা হয়, তখন তার বোধ এবং সুস্থতা ফিরে আসে। তিনি রিতার ভাইকে তার অপরিসীম সাহায্যের জন্য ধন্যবাদ জানান এবং তার ছেলে শঙ্করের জন্য তার বোনের হাত চান।

Sabar Upare Movie cast

উত্তম কুমার – শঙ্কর চট্টোপাধ্যায়
সুচিত্রা সেন – রিতা মুখোপাধ্যায়
কমল মিত্র – সহদেব দত্ত
শোভা সেন – মহামায়া চট্টোপাধ্যায়
ছবি বিশ্বাস – প্রসন্ত চট্টোপাধ্যায়
জয়শ্রী সেন – বিনা রায়
পাহাড়ী সান্যাল – প্রসাদ রায়
নীতিন মুখোপাধ্যায় – সুরেন দাস
তুলসী চক্রবর্তী

Sabar Upare Movie Song 

 1. Ghum Ghum Chand Jhikimiki Tara
2. Janina Phurabe Kobe Ei Path Chaoa


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!