LYRIC

Ei Chotto Chotto Paye Lyrics | এই ছোট্ট ছোট্ট পায়ে

Ei Chhotto Chhotto Paye lyrics in Bengali from the movie Heere Manik.  Filmstar Shekhar Chatterjee/Chinmoy Roy/Shiv Sankar Ghosh/Basanta Chowdhury/Sabitri Chatterjee Director: Salil Dutta. The song এই ছোট্ট ছোট্ট পায়ে is sung by Arati Mukherjee & Pratima Banerjee. Lyrics penned by Pulak Banerjee and music composed byMrinal Banerjee.Music Label: Saregama India Ltd

Song Credits:
Song: Ei Chhotto Chhotto Paye
এই ছোট্ট ছোট্ট পায়ে
Film Title: Heere Manik
Release Date: 31/12/1979
Artist: Arati Mukherjee/Pratima Banerjee
Music Director: Mrinal Banerjee
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


Ei Chotto Chotto Paye Lyrics in Bengali

এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
সেই চাঁদের পাহাড়…… দেখতে পাবো
সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার
রামধনু রাঙা হয়ে দেখতে পাবো
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

বড়ো কিছু কাজ কি গো সহজ হয়
কষ্ট কে মনে করো কষ্ট নয়

বড়ো কিছু কাজ কি গো সহজ হয়
কষ্ট কে মনে করো কষ্ট নয়
চোখ ভরে জল এলে…..
চোখেই তা মুছে ফেলে
দুটি চোখ ভরে জল এলে
চোখেই তা মুছে ফেলে
নতুন সাহসে এই বুক ভরাবো
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
ও…… ঠিক পৌঁছে যাবো

আসুক দুঃখ তাতে দুঃখ নেই
সুখের দরজা আছে এই পথে

আসুক দুঃখ তাতে দুঃখ নেই
সুখের দরজা আছে এই পথে
মনটা শক্ত করে, দুহাতে দুহাত ধরে
এই মনটা শক্ত করে, দুহাতে দুহাত ধরে
যা কিছু সম্ভব হয় সব তাড়াবো
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
সেই চাঁদের পাহাড়…….. দেখতে পাবো
সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার
রামধনু রাঙা হয়ে দেখতে পাবো….
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
ও……. ঠিক পৌঁছে যাবো
ঠিক পৌঁছে যাবো
ঠিক পৌঁছে যাবো
ঠিক পৌঁছে যাবো


Ei Chotto Chotto Paye Lyrics in English

Ei Chhotto Chhotto Paye
Cholte Cholte Thik Pouche Jabo
Ei Chhotto Chhotto Paye
Cholte Cholte Thik Pouche Jabo
Sei Chander Pahar….. Dekhte Pabo
Sei Chander Pahar Mathay Jahar
Ramdhanu Ranga Hoy Dekhte Pabo
Thik Pouche Jabo
Ei Chhotta Chhotta Paye
Cholte Cholte Thik Pouche Jabo

Boro Kichhu Kaaj Ki Go Shohoje Hoy,
Kosto Ke Mone Koro Kosto Noy
Boro Kichhu Kaaj Ki Go Shohoje Hoy,
Kosto Ke Mone Koro Kosto Noy
Chokh Bhore Jol Ele…..
Chokhei Ta Muche Fele
Duti Chokh Bhore Jol Ele
Chokhei Ta Muche Fele
Notun Sahose Ei Buk Bhorabo
Thik Pouche Jabo
Ei Chotto Chotto Paye
Cholte Cholte Thik Pouche Jabo
O ..O Thik Pounche Jabo

Asuk Dukkho Tate Dukkho Nei
Sukher Rajjo Ache Ei Pothei

Asuk Dukkho Tate Dukkho Nei
Sukher Rajjo Ache Ei Pothei
Monta Shokto Kore ,Du Haate Du Haat Dhore
Ei Monta Shokto Kore ,Du Haate Du Haat Dhore
Ja Kichu Songka Bhoy Sob Tarabo
Thik Pouche Jaabo
Ei Chhotta Chhotta Paye
Cholte Cholte Thik Pouche Jabo
Sei Chander Pahar…. Dekhte Pabo
Sei Chander Pahar Mathay Jahar
Ramdhanu Rong Hoy Dekhte Pabo
Thik Pouche Jabo
Ei Chhotta Chhotta Paye
Cholte Cholte Thik Pouche Jabo
O …O Thik Pounche Jabo
Thik Pounche Jabo
Thik Pounche Jabo
Thik Pounche Jabo


Heere Manik Movie Information

Heere Manik is a Bengali album released on 31 Dec 1979 The film is directed by Salil Dutta. Music  composed by Mrinal Banerjee. Heere Manik Album has 1 song sung by Aarti Mukherji & Pratima Banerjee

hire manik

গল্পটি হীরক গাঙ্গুলী এবং মানিক গাঙ্গুলিকে ঘিরে আবর্তিত হয়েছে, যা হীরক এবং মানিক নামেও পরিচিত। একদিন, তাদের গাড়ি একটি লরির সাথে সংঘর্ষে পড়ে এবং বাবা-মা মারা যায়। হীরক ও মানিক তাদের কাকা বরেন গাঙ্গুলীর বাড়িতে আশ্রয় পায়। তাদের বাবার আইনজীবী বন্ধু অসীম বসু প্রতি মাসে তাদের বাবার জমানো টাকা থেকে হীরক ও মানিকের জন্য বরেণকে দেন। কিন্তু বরেন তাদের পেছনে এই টাকা খরচ  না করে নিজের পরিবার ও ব্যবসার উন্নতির জন্য তিনি এই অর্থ ব্যয় করেন। তার পরিবারের সদস্যরা হীরক ও মানিককে চাকরের মতো আচরণ করে। হীরক এবং মানিক “চাদের  পাহাড়” বইটি খুব পছন্দ করে এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তারা পালিয়ে যায়। তারা ঠিক করে যে তারা চাদের পাহাড়ে যাবে।

Watch Heere Manik Movie on Youtube


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!