LYRIC
Aji Prothom Madhobi Futilo Kunje Lyrics | আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে গানের কথা
Aji Prothom Madhobi Futilo Kunje Lyrics In Bengali.The song “আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে” is a popular song composed by Nazrul Islam which various artists have covered. Nazrul Giti is a beautiful vast collection of songs interpreted by different artists in their own way. Nazrul’s lyrics often touch on themes of love, patriotism, spirituality and the common man’s struggle. The songs are known for their poignant lyrics and soulful renditions.
Song Information:
গান – আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে
নজরুল গীতি
তালঃ দ্রুত-দাদ্রা
The song was published in the first edition of the Giti-Shatdal Sangeet collection in the month of Baisakh 1341 (April 1934). At this time Nazrul was 34 years and 11 months old.
Enjoy the song Lyrics “আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে: with Bengali & English Lyrics sung by various artists.
See the music video on the YouTube channel for your reference
For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name
Aji Prothom Madhobi Futilo Kunje lyrics in Bengali
আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে মাধব এলো না সই।
এই যৌবন-বরমালা কারে দিব মোর বনমালী বই।।
সারা নিশি জেগে বৃথাই নিরালা
গাঁথিলাম নব মালতীর মালা,
অনাদরে হায় সে মালা শুকায় দেখিয়া কেমনে রই।।
মম অনুরাগ-চন্দন ঘ’ষে,
লাজ ভু’লে সাঁঝ হ’তে আছি ব’সে,
শুকাইয়া যায় চন্দন হায় রাধিকারমণ কই।।
চলিলাম আমি যথা মন চায়,
প্রভাতে আসিলে মোর শ্যামরায়
বলিস্ আঁধারে হারাইয়া হায় গেছে রাধা রসময়ী।।
Aji Prothom Madhobi Futilo Kunje lyrics in English
For Lyrics In English And More Information Please Click hare
Singer Information
কাজী নজরুল) বিংশ শতাব্দীর একজন প্রধান বাঙালি কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। মাত্র 23 বছরের তাঁর সাহিত্য জীবনে সৃজনশীলতার প্রাচুর্য অতুলনীয়। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করলেও কবি হিসেবেই তাঁর মূল পরিচয়। স্কুল থেকে স্নাতক হওয়ার আগে তিনি 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশবে ইসলামিক শিক্ষায় দীক্ষিত হন, তিনি একটি ধর্মনিরপেক্ষ পরিচয় নিয়ে বেড়ে ওঠেন। সেই সঙ্গে তার মধ্যে গড়ে ওঠে বিদ্রোহী সত্তা। 1922 সালে তিনি রাষ্ট্রদ্রোহের দায়ে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ হন।
How can I download Aji Prothom Madhobi Futilo Kunje Song?
You can download Aji Prothom Madhobi Futilo Kunje Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music, and Other Music apps.
Nazrul Geeti refers to the musical composition of Kazi Nazrul Islam, a prominent Bengali poet, writer and musician of the early 20th century. Nazrul Geeti is a unique blend of Indian classical, semi-classical and folk music, with a modern touch. Nazrul Geeti often has themes of freedom, love and social justice. Nazrul Geeti gained popularity during the Indian freedom movement, as Nazrul’s compositions inspired the spirit of the freedom fighters. Nazrul Giti is equally popular even today.
We offer the lyrics in Bengali and English, so please let us know which language you prefer.Let us know your opinion about the Aji Prothom Madhobi Futilo Kunje song in our comment section.
“If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them”
Comments are off this post