LYRIC

Premer Aina Te Mukh Dekhe Lyrics | প্রেমেরও আয়নাতে মুখ দেখে

Premero Aynate Mukh Dekhe lyrics in Bengali from movie Lal Pan Bibi .Starcast : Chiranjeet, Satabdi Roy, Rituparna Sengupta, Ranjit Mallick, Anup Kumar,Chinmoy Roy,Biplab Chatterjee,Goga Kapoor. The song Premero Aynate Mukh Dekhe is sung by kumar Sanu, Kavita Krishnamurthy.  Music composed by Bappi Lahiri Music Label: Label : Angel

Song : Premero Aynate Mukh Dekhe
Movie : Lal Pan Bibi
Artist : kumar Sanu, Kavita Krishnamurthy
Music Director : Bappi Lahiri
Director : Prashant Nanda


Music Video Of Premer Aina Te Mukh Dekhe Lyrics


Premero Aynate Mukh Dekhe lyrics in Bengali

আ…………আ……………ও……….আ…….
হো…..ওহো..হো…..আহা ..হা……,আহা ..হা……

প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়
তুমি তো আমারও মিতুয়া
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে

তুমি ছাড়া কেউ আর এ মনেতে নেই যে
কাছে যদি থাকি আর
দূরে চলে যাই যে

কেউ কাছে আসে আর কেউ চলে যায়
তুমি ফেলে চলে যেওনা আমায়
মন নিয়ে খেলা করে
স্বর্গকে ভেঙে দিয়ে
চলে যেওনা ও মিতুয়া
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়..
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
ও …প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে

শরমের আড়ালে কেন যে দাঁড়ালে
অসীমের অজানায় মনকে যে ওড়ালে
নয়নেতে বরষা মরমে যে তরসা
মন আমার পড়ে যায়
ভালবেসে বেদনায়
সুখের রং দিয়ে
বুকে নাম লিখে দিয়ে
চলে যেওনা ও মিতুয়া
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়

প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়
তুমি তো আমার ওগো মিতুয়া
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়…..

[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post