LYRIC

Porena Chokher Polok Lyrics | পড়েনা চোখের পলক

Song: Porena Chokher Polok
পড়েনা চোখের পলক
Movie Name: Praner Cheye Priyo
Singer: Andrew Kishore
Music by: Ahmed Imtiaz Bulbul


Porena Chokher Polok Lyrics in Bengali : 

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো…….
আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো

আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো

ও….. পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক

আ…….আ………..

কাজল কালো, ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলে
পড়ে যাই চোখের কাছে

গোলাপ রাঙা  ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি

সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো ……

আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো
ও.. আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো

ও.. পড়েনা চোখের পলক ,আঃ…..
কি তোমার রূপের ঝলক

হু…….হু……….

রেশম নরম  তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেনো হুতাশ

পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে  অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকো….
আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো

ও… আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক

এই পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো……
আমি জ্ঞান হারাবো  মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো ..

ও..আমি জ্ঞান হারাবো  মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post