LYRIC

Phote Je Rakto Golap Lyrics | ফোটে যে রক্ত গোলাপ

Song: Phote Je Rakta Golap
Film : Lal Mahal
Artist: Kishore Kumar
Music Director: Ajoy Das
Lyricist: Gauriprasanna Mazumder 


Phote Je Rakto Golap Lyrics in Bengali : 

হু ..হু…হু……হু হু .হু ..হু…হু
হু ..হু…হু…..
ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তাই…
কাঁটাতেই সুখ…
নেভাতেই প্রদীপ আমার……..
আসে যে ঝড়…., ভেঙে যায় বুক….
ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তাই…
কাঁটাতেই সুখ…..

কাঁচেরই মতই আমি ভেঙে যাই আঘাতে….
পারি কই ভাঙা জীবন জোড়া আর লাগাতে…

হিসেবে ক্ষতি ছাড়া, পাই কতটুক
ভেঙ্গে যায় বুক

ডাকেনা কেউতো আমায় দুটো হাত বাড়িয়ে,
ধূ ধূ এই আঁধার আলোয় আছি আমি হারিয়ে
মুখোশের আড়ালেতে ঢেকে রাখি মুখ, ভেঙ্গে যায় বুক
ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তাই কাঁটাতেই সুখ
নেভাতেই প্রদীপ আমার…..
আসে যে ঝড়….., ভেঙ্গে যায় বুক।

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!