LYRIC

Pagla Garad Kothay Achhe Lyrics | পাগলা গারদ কোথায় আছে

Pagla Garad Kothay Ache lyrics in Bengali from the movie Mouchak.  Star Cast : Uttam Kumar, Sabitri Debi, Ranjit Mullick, Mithu Mukherjee, Chinmoy Roy, Tarun Kumar, Rabi Ghosh. The song পাগলা গারদ কোথায় আছে is sung by Manna Dey, Asha Bhosle. Lyrics penned by Gauriprasanna Mazumder and music composed by Nachiketa Ghosh.Music Label: Saregama India Ltd

Song : Pagla Garad Kothay Ache
পাগলা গারদ কোথায় আছে
Movie : Mouchak
Artist : Manna Dey, Asha Bhosle
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Arabinda Mukherjee
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Pagla Garad Kothay Ache lyrics in Bengali

পুরুষ এবং নারী  ……..
তাদের চিরকালের আড়ি
নারী পুরুষ জীবন…… মরন সাথী
হাতি
পুরুষ হল সূর্যকিরণ নারী চন্দ্রকলা
কাঁচকলা
পুরুষ নারী সুখ দুঃখের একটি মালায় গাঁথা
ব্যাঙের মাথা
হাতটি ধরে সাতটি পাকে ঘোরা ….
কচুপোড়া
অতঃ কিম?
ঘোড়ার ডিম!

পাগলা গারদ কোথায় আছে
নেই বুঝি তা জানা
ঘোড়ার কি ডিম হয়
সেই ডিমের কি হয় ছানা?
ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানাবড়া
পরুষ নারীর কোনদিনও নেইকো বোঝাপড়া

(পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার  জানা
পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার  জানা)

যতই নারী পুরুষ সাজুক পোষাকে হাবভাবে
নারীর গড়ন নারীর ধরণ বদলে কি আর যাবে
শাস্ত্রমতে তাইত নারীর ঘোমটা খোলাও মানা
শাস্ত্রমতে তাইত নারীর ঘোমটা খোলাও মানা

(পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা
পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা)

নারীরা আজ বিদ্রোহিণী পুরুষেরই অত্যাচারে
(বিদ্রোহিণী..বিদ্রোহিণী)
যা কিছু আজ করে নারী ন্যায্য নিজের অধিকারে
(ন্যায্য নিজের অধিকারে)

আগের দিনে মান হলে তো খিল দিত সে
(গোসাঘরে,গোসাঘরে)
রাগলে এখন আর কথা নেই
কোমর বেঁধে ঝগড়া করে
ইস্কাবনের বিবি সেজে চালাও বিবিয়ানা
তাই কি হয় মেমসাহেব ?

(ইস্কাবনের বিবি সেজে চালাও বিবিয়ানা
ও..পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা)

আগের দিনে একটা তো নয় করত পুরুষ দশটা বিয়ে
গায়ের জোরে দাসী করে
পা টেপাত বউকে দিয়ে
(সে দিন গেছে আজকে নারী আগের মত নেইতো বোকা
তাদের নিয়ে ফুর্তি করে এখন কি দেবে ধোঁকা)
আহা শেষ হয়েছে নারীদের সেই শাসন ঘানি টানা
এবার নিজেই খুঁজে দেখুন কোথায় পাগলাগারদ খানা

(পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার  জানা
পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার  জানা)

বেশ তো তবে বুঝেশুনে দাঁড়িপাল্লায় ওজন করো
বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়

(মোটেই না…. মোটেই না…
নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ)

নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি
লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোঁফ আর দাড়ি
বুঝলে নারী?
ঐ লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোঁফ আর দাড়ি

হুর …..রে….
(ও…ও..পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা
পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা)


Mouchak Movie Story

Mouchak is a Bengali romantic comedy film directed by Arabinda Mukhopadhyay and produced under the banner of Pratima Pictures. The film stars Uttam Kumar, Sabitri Chatterjee, Ranjit Mullick, Mithu Mukherjee, Sulata Choudhury, Ratna Ghoshal, and Nripati Chattopadhyay in lead roles. Nachiketa Ghosh scored the music in the film. The film was released on 10 January 1974.

মৌচাক হল একটি বাংলা রোমান্টিক হাসির চলচ্চিত্র। এই ছবিটি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালনা করেন এবং প্রতিমা পিকচারসের ব্যানারে এই ছবিটি নির্মিত হয়। এই ছবিতে নচিকেতা ঘোষ সংগীত পরিচালনা করেন। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জী, রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জী, অনুপ কুমার, চিন্ময় রায়, রবি ঘোষ মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি ১০ই জানুয়ারি ১৯৭৪তে মুক্তি পায়।

ব্যাচেলর সীতেশ রায় তার বড় ভাই নীতিশ ও ভ্রাতৃবধূর সাথে বসবাস করেন। তিনি একটি পাটকলে কাজ পান, যা তার ঘর থেকে সত্তর মাইল দূরে এবং তাই তিনি সেখানে একটি ভাড়া বাড়িতে বাস করার সিদ্ধান্ত নেন। কিন্তু কয়েকদিন পর, তিনি স্থানীয় বাসিন্দাদের বিবাহ প্রস্তাবের কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার অফিসের বস সহ সবাই তাকে তাদের বিবাহ উপযুক্ত মেয়ের সাথে বিয়ে দেবার জন্য তাকে তুষ্ট করে এবং ঘূর্ণায়মান অনেক মজার ঘটনা শুরু হয়। নিপা, যে সীতেশের কামরার বিপরীতে বাস করে সে তার সাথে প্রেমে পড়ে যায়। ইতোমধ্যে, পাগল পিতাদের হাত থেকে তার ভাইকে রক্ষা করতে নীতিশ সীতেশকে পরিদর্শন করে এবং একজন এলকোহল আসক্ত হিসাবে প্রচার করে। ফলস্বরূপ, নিপার বাবা তাদের প্রেমের সম্পর্ক মেনে নেন না এবং দম্পতিটি প্রমাণ করার পরিকল্পনা তৈরি করতে শুরু করে যে সীতেশ আসলে নির্দোষ। পরে, নীতিশ ও তার স্ত্রী সীতেশের ফ্ল্যাটে আসেন এবং সব অদ্ভুত কাণ্ডকারখানা থেকে তাকে উদ্ধার করেন। হাসি হল্লা এবং একটি বিশাল নাটকের পরে সীতেশ এবং নিপা তাদের সম্পর্ক স্বীকার করে এবং সবকিছু একটি সুখী সমাপ্তির মাধ্যমে সমাধান হয়।

Mouchak Movie Soundtrack

  1. এবার মলে সুতো হব
  2. তা বলে কি প্রেম দেব না
  3. পাগলা গারদ কোথায় আছে
  4. বেশ করেছি প্রেম করেছি

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!