LYRIC

Ogo Kajal Nayana Harini Lyrics | ওগো কাজল নয়না হরিণী

Ogo Kajal Nayana Harini Lyrics in Bengali from the movie Mon Niye, sung by Hemanta Mukherjee.The song is written byPulak Banerjee and music composed by Hemanta Mukherjee. Filmstar: Uttam Kumar/Supriya Devi/Bikash Roy .Director: Salil Sen.Music Label:: Saregama India Ltd

Song Credit:
Song: Ogo Kajal Nayana Harini
Film Title: Mon Niye
Artist: Hemanta Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd


Music Video Of Ogo Kajal Nayana Harini Lyrics


Ogo Kajal Nayana Harini Lyrics in Bengali

ওগো কাজল নয়না হরিণী…….
তুমি দাও না ও দুটি আঁখি……
ওগো গোলাপ পাপড়ি মেলোনা….
তার অধরে তোমাকে রাখি….

ওগো গোলাপ পাপড়ি মেলোনা……
তার অধরে তোমাকে রাখি

ওগো কাজল নয়না হরিণী……
ওগো কাঞ্চন বরনা চম্পক মঞ্জরী
করো তাকে চম্পক বরনা
এস উচ্ছল ঝরণা অকারণ উল্লাসে
হাসি হয়ে তার ঝরে পড়োনা……

ওগো নিবিড় কুন্জ মেঘ দিগন্ত হতে
এস মেঘ কালো কুন্তল গড়োনা
এস অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা
ঝরণা আননে তার ঝরণা….

ওগো ময়ূর পেখম তোলনা…..

ওগো ময়ূর পেখম তোলনা…..
তার লজ্জা তোমাতে ঢাকি…
ওগো কাজল নয়না হরিণী…..

ওগো কুন্জ কোকিল এস পঞ্চম সুর দিয়ে
কোকিল কন্ঠী তাকে করোনা
এস অশান্ত সমীরণ দাও দোল দাও দোল
ছন্দে ছন্দে তাকে ধর না…..

ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে
কানায় কানায় তাকে ভর না
এস অনন্ত জগতের যত রূপ লাবনী
তার রূপে সাধ করে মরোনা……….

এস আমার মনের মাধুরী…….

এস আমার মনের মাধুরী…
তার স্বপ্ন তোমাতে আঁকি

ওগো কাজল নয়না হরিণী,
তুমি দাও না ও দুটি আঁখি।
ওগো গোলাপ পাপড়ি মেলোনা….
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী…….

[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!