LYRIC
Namo Chandi Namo Chandi Lyrics | নমো চন্ডী নমো চন্ডী
Namo Chandi Namo Chandi lyrics in Bengali is sung by Bimal Bhushan . Lyrics penned by Bani Kumar and music of নমো চন্ডী নমো চন্ডী composed by Pankaj Kumar Mullick Music Label: Saregama India Ltd.
মহিষাসুরমর্দ্দিনী
মহিষাসুরমর্দ্দিনী(অর্থাৎ মহিষাসুরকে দমনকারী) হল আকাশবাণী থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত, কিন্তু ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা পূর্বের অনুষ্ঠানই শোনানো হয়। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
বাজলো তোমার আলোর বেণু গান টি মূল অনুষ্ঠান (মহিষাসুরমর্দ্দিনী) থেকে নেওয়া হয়েছে।
Song Credit:
Song: Namo Chandi, Namo Chandi
নমো চন্ডী নমো চন্ডী
Artist: Bimal Bhushan
Music Director: Pankaj Kumar Mullick
Lyricist: Bani Kumar
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
Namo Chandi Namo Chandi Lyrics In Bengali
নমো চন্ডী, নমো চন্ডী,
ইইইইই…নমো চন্ডী
নমো চন্ডী, নমো চন্ডী
ইইইইই…নমো চন্ডী
জাগো রক্তবীজ-নিকৃন্তিনী
জাগো মহিষাসুর-বিমর্দিনী
জাগো রক্তবীজ-নিকৃন্তিনী
জাগো মহিষাসুর-বিমর্দিনী
উঠে শঙ্খ মন্দ্রে অভ্রবক্ষ শঙ্কা শননী চন্ডী
শঙ্কা শননী চন্ডী
নমো চন্ডী, নমো চন্ডী
তব খড়্গশক্তি কৃত-কৃতান্ত শত্রুশাতন তন্দ্রী
শত্রুশাতন তন্দ্রী
নাশো সিংহবাহিনী রণঃহুঙ্কারে ইন্দ্রানী যমুতন্দ্রী
ইন্দ্রানী যমুতন্দ্রী
নমো চন্ডী, নমো চন্ডী,
তুমি রণকোদন্ড টঙ্কারে হানো খরকলম্ব জ্বলে…
সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে
নাচ ধুম্রনেত্র দনুজমুন্ড চক্রপাতনে খন্ডি
তব তাতাথৈ তাতাথৈ প্রলয় নৃত্য
তাতাথৈ তাতাথৈ প্রলয় নৃত্য
ধ্বংসে বাঁধন গন্ডী
ধ্বংসে বাঁধন গন্ডী
নমো চন্ডী, নমো চন্ডী
ইইইইই…নমো চন্ডী
Namo Chandi Namo Chandi Lyrics In English
Namo Chandi Namo Chandi..
Eeeee Namo Chandi
Namo Chandi Namo Chandi..
Eeeee Namo Chandi
Jago Raktobijo Nikrintini
Jago Mohishasuro Bimordini
Jago Raktobijo Nikrintini
Jago Mohishasuro Bimordini
Uthe Sankho Mandre Abhro Bokkho Sankha Sanani Chondi
Sankha Sanani Chondi
Namo Chandi Namo Chandi
Tabo Khorgo Shakti Krito Kritanto Shatru Satano Tondri
Shatru Satano Tondri
Nasho Shigho Bahini Rono Hunkare Indrani Jamutrandi
Indrani Jamutrandi
Namo Chandi Namo Chandi
Tumi Ranokodondotankare Haano Khoro Kolombo Jole
Sob Rath Turanga Chhinno Chhinno Sutikhno Karobale
Nacho Dhumro Netro Donujomundo Chakra Patone Khondi
Tabo Tatathoi Tatathoi Proloyo Nritto
Tatathoi Tatathoi Proloyo Nritto
Dhongshe Badhono Gondi
Dhongshe Badhono Gondi
Namo Chandi Namo Chandi..
Eeeee Namo Chandi
মহিষাসুরমর্দ্দিনীর অন্যান্ন গান
১। যা চণ্ডী – সমবেতকণ্ঠে
২। সিংহস্থা শশিশেখরা – সমবেতকণ্ঠে
৩। বাজল তোমার আলোর বেণু – সুপ্রীতি ঘোষ
৪। জাগো দুর্গা দশপ্রহরণধারিণী – দ্বিজেন মুখোপাধ্যায়
৫। ওগো তোমার আগমনীর আলো – শিপ্রা বোস
৬। তব অচিন্ত্য – মানবেন্দ্র মুখোপাধ্যায়
৭। অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্ – সমবেতকণ্ঠে
৮। অখিল বিমানে – কৃষ্ণা দাশগুপ্ত
৯। জয়ন্তী মঙ্গলা কালী – সমবেতকণ্ঠে
১০।শুভ্র শঙ্খরবে – শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি মুখোপাধ্যায় ও অন্যান্য
১১।জটাজূটসমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম্ – সমবেতকণ্ঠে.
১২।নমো চণ্ডী – বিমল ভূষণ
১৩। মাগো, তব বীণে সঙ্গীত – সুমিত্রা সেন
১৪। বিমানে বিমানে – সন্ধ্যা মুখোপাধ্যায়
১৫।জয় জয় হে মহিষাসুরমর্দিনি – সমবেতকণ্ঠে.
১৬।হে চিন্ময়ী – তরুণ ব্যানার্জ্জী
১৭।অমল কিরণে – প্রতিমা ব্যানার্জ্জী
১৮।রূপং দেহি জয়ং দেহি – পঙ্কজ কুমার মল্লিক ও অন্যান্য
১৯।শান্তি দিলে ভরি – উৎপলা সেন
***এই গান গুলি বাঙালির আবেগের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে***
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post