LYRIC

Subhra Sankha Robe Lyrics | শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত

Subhra Sankha Robe | শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত lyrics in Bengali is sung by শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য . Lyrics penned by Bani Kumar and music composed by Pankaj Kumar Mullick Music Label: Saregama India Ltd.

[ez-toc]

মহিষাসুরমর্দ্দিনী

মহিষাসুরমর্দ্দিনী (অর্থাৎ মহিষাসুরকে দমনকারী) হল আকাশবাণী থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত, কিন্তু ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা পূর্বের অনুষ্ঠানই শোনানো হয়। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত গান টি মূল অনুষ্ঠান (মহিষাসুরমর্দ্দিনী) থেকে নেওয়া হয়েছে।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন

Song Credit:
Song: Subhra Sankha Robe

শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত
Artist: শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য
Music Director: Pankaj Kumar Mullick
Lyricist: Bani Kumar
Label:: Saregama India Ltd 

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Subhra Sankha Robe Lyrics  In Bengali

শুভ্র শঙ্খরবে …..সারা নিখিল ধ্বনিত
আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে
সকল লোকে পুরে
বনে বনান্তরে
নৃত্যগীত ছন্দে নন্দিত
শুভ্র শঙ্খরবে…..

শরত প্রকৃতির উল্লাসে উৎসব গানে…..
চিরসুন্দর ,চিরসুন্দর চিতসুন্দর বন্দন তানে….
ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে…..

মহাশক্তিরূপা মঞ্জল শোভা জাগে আনন্দে….
রাজে কল্যাণী সদা রাজে
সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা, ক্ষেমঙ্করী সুধা রাজে
অসুরনাশন দশপ্রহরণভূজা রাজে

রণিত বীণা বেণু মধু ললিত শমিত তানে
শুভ আরতি ঝংকৃত ভুবনে
নব জ্যোতিরাগে জ্যোতি অলংকারে
প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধারস ঘন শান্তি
ধন ধন জয় গানে

আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে
সকল আলোকে পুরে
বনে বনান্তরে
নৃত্যগীত ছন্দে নন্দিত
শুভ্র শঙ্খরবে ……


Subhra Sankha Robe Lyrics  In English

Subhro Sonkhorobe ….Sara Nikhil Dhonite
Akashtole Onile Jole Dike Digontore
Sokol Lokopure
Bone Bonantore
Nrittyogit Chonde Nondit
Subhro Sonkhorobe

Shorot Prokriti Ulaashe Utsobe Gane…
Chirosundor, Chirosundor Chitosundor Bondon Tane
Triloke Jage Shoronmoyee Anonde

Mohashoktirupe Monjul O Shova Jage Anonde
Raje Kalyani Sada Raje
Soda Sukhoda Soda Boroda Soda Joyoda Khemonkori Sudha Raje
Oshur Nashon Doshoprohoron Bhuja Raje

Ronito Bina Benu Modhu Lolito Shomito Tane
Shuvo Aroti Jhongkrito Bhobone
Nobo Jyotirage Jyoti Alongkare
Prane Prane Othe Giti ,Sudharosh Ghono Shanty
Dhono Dhono Jay Jage

Akashtole Onile Jole Dike Digontore
Sokol Lokopure
Bone Bonantore
Nrittyogit Chonde Nondit
Subhro Sonkhorobe


মহিষাসুরমর্দ্দিনীর অন্যান্ন গান

১। যা চণ্ডী – সমবেতকণ্ঠে
২। সিংহস্থা শশিশেখরা  – সমবেতকণ্ঠে
৩। বাজল তোমার আলোর বেণু – সুপ্রীতি ঘোষ
৪। জাগো দুর্গা দশপ্রহরণধারিণী – দ্বিজেন মুখোপাধ্যায়
৫। ওগো তোমার আগমনীর আলো – শিপ্রা বোস
৬। তব অচিন্ত্য – মানবেন্দ্র মুখোপাধ্যায়
৭। অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌ – সমবেতকণ্ঠে
৮। অখিল বিমানে – কৃষ্ণা দাশগুপ্ত
৯। জয়ন্তী মঙ্গলা কালী  – সমবেতকণ্ঠে
১০।শুভ্র শঙ্খরবেশ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য
১১।জটাজূটসমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম্‌  – সমবেতকণ্ঠে.
১২।নমো চণ্ডী – বিমল ভূষণ
১৩। মাগো, তব বীণে সঙ্গীত  – সুমিত্রা সেন
১৪। বিমানে বিমানে – সন্ধ্যা মুখোপাধ্যায়
১৫।জয় জয় হে মহিষাসুরমর্দিনি – সমবেতকণ্ঠে.
১৬।হে চিন্ময়ী – তরুণ ব্যানার্জ্জী
১৭।অমল কিরণে  – প্রতিমা ব্যানার্জ্জী
১৮।রূপং দেহি জয়ং দেহি  – পঙ্কজ কুমার মল্লিক ও অন্যান্য
১৯।শান্তি দিলে ভরিউৎপলা সেন

***এই গান গুলি বাঙালির আবেগের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে***

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!