LYRIC

Tabo Achinto Lyrics | তব অচিন্ত্য

Tabo Achinto lyrics in Bengali is sung by Manabendra Mukherjee . Lyrics penned by Bani Kumar and music of তব অচিন্ত্য composed by Pankaj Kumar Mullick Music Label: Saregama India Ltd.

[ez-toc]

মহিষাসুরমর্দ্দিনী

মহিষাসুরমর্দ্দিনী(অর্থাৎ মহিষাসুরকে দমনকারী) হল আকাশবাণী থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত, কিন্তু ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা পূর্বের অনুষ্ঠানই শোনানো হয়। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

তব অচিন্ত্য গান টি মূল অনুষ্ঠান (মহিষাসুরমর্দ্দিনী) থেকে নেওয়া হয়েছে।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন

Song Credit:
Song: Tabo Achintya 
তব অচিন্ত্য
Artist: Manabendra Mukherjee
Music Director: Pankaj Kumar Mullick
Lyricist: Bani Kumar


See the music video on the YouTube channel for your reference


Tabo Achinto Lyrics In Bengali

তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য
নব শোভা, নব ধ্যান রূপায়িত প্রতিমা….
তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য
বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে
এ…..তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য
তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে
আ……আ…………আ……..
তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে
তব প্রেমনয়ন ভাতি…… নিখিল তারণী
কনককান্তি ঝরিছে কান্ত বদনে
এ…..তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য
হে মহালক্ষ্মী জননী….. গৌরী শুভদা…..
আ……আ…………আ……..
হে মহালক্ষ্মী জননী….. গৌরী শুভদা…..
আ……আ…………আ……..
জয় সংগীত ধ্বনিছে …..
ধ্বনিছে তোমারই ভুবনে
এ…..তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য
নব শোভা, নব ধ্যান রূপায়িত প্রতিমা….
তব অচিন্ত্য রূপ চরিত মহিমা
তব অচিন্ত্য


Tabo Achinto Lyrics In English

Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto
Nabo Shobha, Nabho Dhyano Rupayito Pratima,
Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto
Bikoshilo Jyoti Preeti Mangala Borone.
Aa….. Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto
Tumi Sadhan Dhano-Brohmo, Bodhono Shaadhone.
Aa….Aa……
Tumi Sadhan Dhano-Brohmo, Bodhono Shaadhone.
Tobo Premo-Noyono Bhatti. .Nikhilo Taaroni
Konokokanti Jhorichhe Kaanto Bodone.
Aa….. Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto
Hey Mahalakshmi Janoni Gouri Shubhodaa,
Aa…A….A….
Jayo Songeeto Dhonichhe
Dhonichhe Tomari Bhubone.
Aa….. Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto
Nabo Shobha, Nabho Dhyano Rupayito Pratima,
Tabo Achinto Rupo-Chorito-Moheema
Tabo Achinto


মহিষাসুরমর্দ্দিনীর অন্যান্ন গান

১। যা চণ্ডী – সমবেতকণ্ঠে
২। সিংহস্থা শশিশেখরা  – সমবেতকণ্ঠে
৩। বাজল তোমার আলোর বেণু – সুপ্রীতি ঘোষ
৪। জাগো দুর্গা দশপ্রহরণধারিণী – দ্বিজেন মুখোপাধ্যায়
৫। ওগো তোমার আগমনীর আলো – শিপ্রা বোস
৬। তব অচিন্ত্য – মানবেন্দ্র মুখোপাধ্যায়
৭। অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌ – সমবেতকণ্ঠে
৮। অখিল বিমানে – কৃষ্ণা দাশগুপ্ত
৯। জয়ন্তী মঙ্গলা কালী  – সমবেতকণ্ঠে
১০।শুভ্র শঙ্খরবেশ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য
১১।জটাজূটসমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম্‌  – সমবেতকণ্ঠে.
১২।নমো চণ্ডী – বিমল ভূষণ
১৩। মাগো, তব বীণে সঙ্গীত  – সুমিত্রা সেন
১৪। বিমানে বিমানে – সন্ধ্যা মুখোপাধ্যায়
১৫।জয় জয় হে মহিষাসুরমর্দিনি – সমবেতকণ্ঠে.
১৬।হে চিন্ময়ী – তরুণ ব্যানার্জ্জী
১৭।অমল কিরণে  – প্রতিমা ব্যানার্জ্জী
১৮।রূপং দেহি জয়ং দেহি  – পঙ্কজ কুমার মল্লিক ও অন্যান্য
১৯।শান্তি দিলে ভরিউৎপলা সেন

***এই গান গুলি বাঙালির আবেগের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে***

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!