LYRIC
Kono Ek Meye lyrics in Bengali is sung by Nachiketa Chakraborty.Music Composed by And Kono Ek Meye Song Lyrics Written by Nachiketa Chakraborty.. Music Label: Saregama India Ltd.
বাংলা অ্যালবাম কি হবে থেকে নচিকেতা চক্রবর্তীর কথা। কোন এক মেয়ে গানের কথা। কোন এক মেয়ে গানের কথা লিখেছেন ও সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। কোন এক মেয়ের অডিও ১২জানুয়ারী ১৯৯৮ সালে সারেগামা ইন্ডিয়া লিমিটেড দ্বারা মুক্তি পায়।
Song Credits:
Song: Kono Ek Meye
কোনো এক মেয়ে
Artist: Nachiketa Chakraborty
Music Director: Nachiketa Chakraborty
Lyricist: Nachiketa Chakraborty
Label:: Saregama India Ltd
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
For Karaoke Please Contact Us And Mention Song Name
Kono Ek Meye lyrics in Bengali
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া ….
কোনো এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া …
কোন এক মেয়ে
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে
একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে।
ও ও ঘরে ফিরে দায়ভার
ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা
জীবনকে কেড়ে নেয় কখনো যে …..
কোন এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া ….
এমন এক মেয়ে
এরপর, এখনো রয়েছো তুমি মগ্ন
তোমার সুভারচিত দুঃখ বিলাসে,
এখনও চলেছো বিরহের গান গেয়ে
কোন এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া
কোনো এক মেয়ে
দুশ্চিন্তার বলিরেখা
ঘামে ভেজা কপালেতে আঁকা
দুশ্চিন্তার বলিরেখা
ঘামে ভেজা কপালেতে আঁকা
কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায়
প্রতিবেশি নাগরিক ভ্রুকুটি শানায়
জীবন সেজেছে আজ রূপসজ্জার সাজে
চিতাতেই পূর্ণ আরোগ্য
অফিসের অফিসার বক্র চাহনি তার
খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য
আঁধার ভবিষ্যৎ জীবনের একই গত
তবুও সে পথ চলে পিছু না পেয়ে ..
কোন এক মেয়ে
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে
একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে
ও ও ….ঘরে ফিরে দায়ভার
ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা
জীবনকে কেড়ে নেয় কখনো যে ..
কোন এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া …
এমন এক মেয়ে
এরপর …এখনো বলবে তুমি ভীষণ একা
নীল সোফাসেটে বসে টেলিফোন মুখে
কথোপকথনে রত সে একঘেয়ে …..
কোন এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া
কোনো এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া
কোনো এক মেয়ে
তুমি দেখেছো কি
অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া
এমন এক মেয়ে
Kono Ek Meye lyrics in English
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Kono Ek Meye
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Kono Ek Meye
Office Er Bystota Sara Hole
Klanti Jorano Paye Path Choley
Office Er Bystota Sara Hole
Klanti Jorano Paye Path Choley
Ek Gheye Jibonke Kine Chole Daam Diye
O..O Ghore Phire Daaybhar
Pher Ghum Pher Jaga Bestota
Jibonke Kere Ney Kokhono Je
Kono Ek Meye
Tumi Dekhechho Ki
Ogunti Manusher Bhire Hente Jawa
Emon Ek Meye
Erpor Ekhono Royecho Tumi Mogno
Tomar Subharchito Dukkho Bilashe
Ekhono Cholecho Biroher Gaan Geye
Kono Ek Meye
Tumi Dekhechho Ki
Ogunti Manusher Bhire Hente Jawa
Emon Ek Meye
Duschintaar Bolirekha
Ghaame Veja Kopalete Anka
Duschintaar Bolirekha
Ghaame Veja Kopalete Anka
Kokhono Firte Bari Jodi Raat Hoye Jaay
Protibeshi Nagorik Bhrukuti Shanay
Jibon Sejeche Aaj Rupsojjar Saaje
Chitatei Purno Aroggyo
Office Er Officer Bokro Chahoni Taar
Khete Khaowa Meyera Toh Bhoggyo
Andhar Bhobhishot Jiboner Eki Got
Tobuo Se Poth Chole Pichu Na Peye
Kono Ek Meye
Oficer Bystota Sara Hole
Klanti Jorano Paye Poth Chole
Oficer Bystota Sara Hole
Klanti Jorano Paye Poth Chole
Ek Gheye Jibon Ke Kine Chole Dam Diye
O..O..Ghore Fire Day Var
Fer Ghum Fer Jaga Bystota
Jibon Ke Kere Ney Kokhono Je
Kono Ek Meye
Tumi Dekhechho Ki
Ogunti Manusher Bhire Hente Jawa
Emon Ek Meye
Erpor Akhono Bolbe Tumi Vishon Eka
Neel Sofasete Bose Telephone Mokhe
Kothopokothone Roto Se Ekgheye…
Kono Ek Meye
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Kono Ek Meye
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Kono Ek Meye
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Kono Ek Meye
Tumi Dekhecho Ki
Agunti Manusher Bhire Hete Jaowa
Emon Ek Meye
নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন।তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী।
নচিকেতার একক অ্যালবাম
এই বেশ ভালো আছি (১৯৯৩)
- অন্তবিহীন পথ চলাই জীবন
- এই বেশ ভাল আছি
- যখন সময় থমকে দাঁড়ায়
- সারে জাহাঁ সে আচ্ছা
- চোর
- বিষ, শুধু বিষ দাও
- কলকাতা
- মন দিয়ে লেখাপড়া করে যেই জন
- তুমি কি আমায় ভালোবাসো?
- কেউ বলে বুড়ো ভাম
- শুনবো না গান, গান শুনবো না
- নীলাঞ্জনা (১)
কে যায়? (১৯৯৪)
- অ্যাম্বিশান
- কে যায়
- অনির্বাণ
- একদিন ঝড় থেমে যাবে
- বারো টাকা
- নীলাঞ্জনা (২)
- স্বাধীনতা
- রোজ ঘুম থেকে ওঠা
- আমাদের তো কিচ্ছুই নেই
- কালো মেয়ে
- এইত জীবন
- নীলাঞ্জনা (৩)
কি হবে? (১৯৯৫)
- ভয়
- কি হবে?
- পুরনো দিনের গান
- সকাল থেকে লুকোচুরি
- একা একা পথ চলা
- উল্টো রাজার দেশে
- কোন এক মেয়ে
- মাদারির গান
- অন্য প্রেমের গান
- নীলাঞ্জনা (৪)
চল যাবো তকে নিয়ে (১৯৯৬)
- ২০১ ধর্মতলা
- চল যাবো তোকে নিয়ে
- ফেরিওয়ালা
- করে মিছিল
- পৌলমী
- শতাব্দি
- যাইওনা, যাইওনা কন্যা
- আহারে!
- তুমি কে?
- অনির্বান (২)
কুয়াশা যখন (১৯৯৭)
- কুয়াশা যখন
- এ মন ব্যাকুল যখন তখন
- ইটস এ গেম
- এক বোকা বুড়োর গল্প শোন
- এ মন ব্যাকুল যখন তখন
- এরই নাম হল বেঁচে থাকা
- অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা
আমি পারি (১৯৯৮)
- সরকারী কর্মচারী
- রাজশ্রী
- কফি হাউজ
- শ্রাবণ ঘনায়
- অবিশ্বাসের ঋণ
- মাথা দেব না
- বাসবেই ভালো
- নীলামে উঠছে দেশ
- ম্যায় মুলাজিম হুঁ সরকারি
দলছুট (১৯৯৯)
- দেরে নানা
- একুশ
- বিভাবরি জাগো
- জীবিত বিবাহীত
- বৃদ্ধাশ্রম
- ছুট
- রাজশ্রী (দ্বিতীয় পর্ব)
- এ সময় অসময়
দায়ভার (২০০০)
- পাগলা জগাই
- তুমি কখনো শুনেছো কি?
- মন ভেসে ভেসে চলে
- শতক আসে শতক যায়
- দিন যায় দিন চলে যায়
- আমাদের জন্যে
- অচেনা এ শহরে
- ভেঙে যায় বিশ্বাস
- আঁকা বাঁকা সড়কটা
একলা চলতে হয় (২০০২)
- বক্স অফিস
- একলা চলতে হয়
- নগর জীবন
- ঘুম আয়রে
- খোকন
- না না চাই না
- পেসমেকার
- ইনটেলেকচুয়াল
- রাজশ্রী (তৃতীয় পর্ব)
এই আগুনে হাত রাখো (২০০৪)
- দিন শেষে রাত্রি আসে
- ডাক্তার
- কপাল আমার মন্দ
- আমার বুকের জ্বালা
- এই আগুনে হাত রাখো
- ইচ্ছেরা দিনে রাতে
- বল্ না বল্ না
- মন চায়
- তুমি আসবে বলে
- রাজশ্রী (৪)
আমার কথা আমার গান (২০০৫)
- কেন আজ মন ফিরে যায়
- রাত ঘুমালো
- হায় আমায় বলে দে
- বল কী ছিল প্রয়োজন
- প্রথম প্রণয় দু’চোখে
- যদি ওই চোখের তারায়
- শ্রাবণ দিনেতে যদি
- দাও যদি ফিরিয়ে
- নারে নারে নারে জীবন
তির্যক (২০০৭)
- ক্ষ্যাপা
- বুড়ো সলমান
- আবছায়া রাতে
- আমার সোনা
- অনির্বাণ -৩
- শহর ও তুমি
- হাসির গান
- বোঝাই রোজ রোজ
- দু’জন মানুষ
- আদিত্য সেন
এবার নীলাঞ্জন (২০০৮)
- হতে পারত অনেক কিছুই
- চটের চাদরে মোড়া
- কে রাখে খোঁজ
- না মেলে না
- বুঝবে না সে কোনদিন
- না মেলে না
হাওয়া বদল (২০১০)
- হাওয়া বদল
- রাত্রি ঘনায়
- ভাবনা
- অন্ধের দেশে
- যুক্তি
- মধ্যবিত্ত
- হাওয়া বদল
সব কথা বলতে নেই (২০১২)
- আফ্রিন আফ্রিন
- সব কথা বলতে নেই
- রাত জাগা তারা
- স্বপ্নের পাতা ঝরে যায়
- তোর দু’চোখে
- কার চোখের জলে
- ভালোবাসি বোলে
- মন মানে না
দৃষ্টিকোন (২০১৪)
- আমার পরাণ যাহা চায়।
- এসেছিলে
- যেতে যেতে একলা পথে।
- মম চিত্তে।
- না সজনী, না।
- নদী আপন বেগে
- এসেছিলে
আয় ডেকে যায় (২০১৫)
- ইচ্ছে
- গঙ্গারাম
- এ রাত
- হে ভগবান
- একটা বয়স
- দিওয়ানা
- কর্পোরেট প্রেম
- আয় আয়
- খরচ
গেম.com
নচিকেতার যৌথ বা সহযোগী অ্যালবাম
এই তিনজন
- ও মেঘ পরদেশী
- জীবন সমুদ্রে
- না না না, ভালোবাসিনা
- এ কোন অজানায়
- শ্রাবণ মেঘে
- থাক সময়ের অতলে
- আর কতো দিন
- এক দিন স্বপ্নের ভোর
দুয়ে দুয়ে চার (১৯৯৬)
- জীবন নদীর কূল ধরে
- হায় আমায় বলে দে
- লাগ লাগ লাগ ভেল্কি লাগ
- ওরা কেড়ে নিয়েছে তোমায় শ্যামলিমা
- রিম ঝিম রিম ঝিম
- সারাবেলা পথ পানে
- পায়ে পায়ে হেঁটে চলো
- আমরা গাই গান
ছোট বড় মিলে (১৯৯৬)
- বাঘের মেষ
- ছুটি ছুটি
- ছুটল চুটিয়ে
- হাটুক সব অসুন্দর
- ইন্দুর কল
- ঝড়
- খাওয়ার গান
- মস্ত আকাশ
- নাগরদোলার গান
- ফেলুদার গান
- স্কুলের ব্যাগটা
- তোমার বন্ধু
- টুনটুনিটার তিনটি লাফে
- উল্টোডাঙ্গার উল্টো দিকে
কোকা–কোলা স্ট্রাইকার (১৯৯৮)
- ছুটন্ত যৌবন
- এক মজার খেলা
- এমন দিন আর থাকবেনা মা
- গো ফল গোল
- জিততে চাই
- মনে পরে
- সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল
- স্ট্রাইকার
স্বপ্নের ফেরিওয়ালা (১৯৯৯)
- পায়ে পায়ে হেঁটে চলো
- যখন সময় থমকে দাঁড়ায়
- সারাদিন রিমঝিম
- সে স্বপ্নের
- রিমঝিম রিমঝিম
- একা একা পথ চলা
- একদিন ঝড় থেমে যাবে
শ্রী চরণেষু নেতৃবৃন্দ (১৯৯৯)
- আরো কতকাল
- রাত বেড়েছে
- সমাধান
- অন্য ভারত
- পাহাড় দেখা
- রাজ অনুগ্রহ
- শ্রী চরণেষু নেতৃবৃন্দ
- তোমার জন্মদিন
আনতে ভোর (২০০০)
- চলো নতুন করে
- নাচে চাঁদ দিঘির কালো জলে
- সারাটা দিন
- আঁধারে ভরা রাতি
- সুদক্ষিণা, আর পারি না
- এক বুক আকাশ
- এই যে রক্তে ঘামে
জলসিঁড়ি (২০০০)
- বলো সুজন
- তোমার স্বপন নিয়ে
- অঝর ধারায় শ্রাবণ ঝরে
- আমি কালো মেয়ে
- বুঝেও বুঝে না
- হঠাৎ হাওয়া এসে
- যেতে যেতে
- কিছু চাওয়া
চলতি এ জীবন (২০০০)
- ঘুম আয়
- চলতি এ জীবন
- গঙ্গারাম
- ঘুমঘুম নিঝুম
- যেতে যেতে
- কথা ছিল
- ও লিনা
নচিকেতার আবিষ্কার (২০০১)
- সঘন মগন
- একদিন যাবেই চলে
- মেঘেদের ভেলায়
- মাঝে মাঝে পৃথিবীটা
- এ কোন বাঁশুরিয়া
- সবুজের ফিকে রঙ
- সারাদিন ভেবে
- আকাশ যখন
প্রজন্ম (২০০২)
- হয়তো সে আমারই ভুল
- কন্ঠ ভরে গান দিয়েছ
- কি বেথায় ঝরে যায়
- নিবে গেছে দ্বীপ
- স্বপ্ন শেষ
নচিকেতার ফিরে দেখা (২০০৩)
- ঝরে যাওয়া তারা
- শুনে সাঁঝবেলার সে গান
- রাত নিঝুম
- ইতিহাস
- হয়তো তোমার
- পাশাপাশি
- বেলা বয়ে গেল কখন
- আসলে
যদি কোনো সন্ধ্যায় (২০০৩)
- যাও মেঘ যাও
- এই পথে আজও
- সারাটা আকাশ
- স্বপ্নের পাতা ঝরা
- যদি কোনো সন্ধ্যায়
- ফিরে এসো
- কতবার ছুঁয়েছি
- এলামেলো
বন্ধু নামো পথে (২০০৩)
- বন্ধু নামো পথে
- বনলতা
- ইলিশ মাছের
- তুমি বলেছিলে
- যখন আমি জন্ম নিলাম
- ওই মৌসুমী ধরে
- সারা জীবন ধরে
- সারমতি এক্সপ্রেস
গানই শ্রেষ্ঠ সাধনা (২০০৪)
- না রে না, শ্রাবণ আর নয়
- হৃদয়ে জাগে শিহরণ
- আমি এক আধফোটা সূর্য্যমূখি
- এ তো কান্না নয়
- কোন অপরাধে আমি
- প্রথমে সকাল শেষে সন্ধ্যা
বনলতা (২০০৪)
- বন্ধু নামো পথে
- বনলতা
- ঝরে পাগল হাওয়া
- আনমনে তারই ছবি এঁকেছি
- সারমতি এক্সপ্রেস
- যখন আমার বয়েস ছিল
- চেনা জানা সুরে
- পাখিদের কুহুতান
নচিকেতার হঠাৎ আবার (২০০৫)
- যদি হঠাৎ আবার
- দৃষ্টি ঝাপসা
- ফেরা মানে
- মন চায়
- কে যে এলে
- কী নামে ডাকব তোমায়
- ধা ধা ধিন ধিন
- একটু দেখা
বালিকা (২০০৫)
- বালিকা
- যদি হঠাৎ আবার
- রেড রোজ
- মাঝে মাঝে পৃথিবীটা
- সবুজের ফিকে রং
- আহ্বান
- জ্বলে বুকে কী আগুন
- একদিন যাবোই চলে
- স্বপ্ন দেখে মন
পলাশ প্রিয়া (২০০৫)
- মায়া মেঘের ছায়ায় ঢাকা
We Believe In Now A Better Tomorrow (২০০৫)
- Windows Open Wide
- দিল দরিয়ার
- আসবেই খুশির জোয়ার
- কোয়াশা জরানো
- জতই বানাও তাজমহল
- Aazhi Alaiye
- আও মিলকে সাথ
মনের হদিশ (২০০৬)
- বল মন সুখ বল
- এক জীবনে
- কে জানে কত না
- মনের হদিশ
- নিশিরাতে, আঁধারেতে
- যে ভাবেই তুমি
- যা যা ফেরারি মন
- কোথা পাবি মন
আমি নই সে আমি (২০০৮)
- কখন তুমি আসবে বলে
- নীল সামিয়ানা গায়
- আমি নই সে আমি
- যা রে যা রে যা মন
- হাজার মুখের মিছিলে
- এ অবেলায়
- বারে বারে একই ভুল
যাত্রা (২০০৮)
- বিজুরি চমকে বরসে
- ঝরো ঝরো বরষে
- শাম ভই বিন শ্যাম
- পুষ্পবনে পুষ্প নাই
- আরি এরি অলি পিয়া বিন
- দাঁড়িয়ে আছ
- কেয়া জাদু ডালা
- বাজে করুণ সুরে
- পুবানা চলত ভোর
- এ কী সুগন্ধ হিল্লোল
- রঙ্গ রঙ্গিলা বদরা মোরা
- এ কী লাবণ্যে
এবার সফর (২০০৯)
- দু চোখে নীরব ভাষা
- দিনমান
- এ আঁধার রাত পেরিয়ে
- স্কুল
- স্বপ্ন
- ভালো লাগে না হিস্ট্রি
- মন খারাপ করা দুপুর
- অরূপ নগর
ব্রাত্য বসুর নাটকের গান (২০০৯)
- যেভাবে উড়তে হয়
- চোখ থেকে ঘষে ঘষে
দিন বদলের গান (২০১১)
- তার দুটো চোখে
- কবিতা
- প্রতিবাদ আগুন
- ফিরিয়ে দাও
- জব্দ করবে কাকে
- যখন তোমার ভাঙবে ঘুম
- ভয় পেও না ভয়
- কে দেখাবে পথ
ইশ্ক বাওরি (২০১২)
- ইশক সাধনা ইশক
- একলা মন এই মন
- ফুলের মত কোমল
- এই বৃষ্টি
- সোনা ঝরা এই যে সকাল
ক্যানভাস (২০১৩)
- ভ্যালেনটাইন ওহ মাই ভ্যালেনটাইন
- আমার একটা কথা ছিল
- আমি এক ঘর ছাড়া বাউল
- আমি হ্যামিলনের বাসিওয়ালা
- আমি শান্তি চাই শান্তি চাই
- বাবার হাত ধরে প্রথম
- দেখেছিলাম একটি নদী
- কালো এক মেয়ের কথা
- ফাগুন আজ জ্বালো আগুন ফুলের বনে
- রঙধুনুর রঙ দেখে যদি যানতে চাও
- টিলার উপর ঘররে আমার
ফেরারী পাখি (২০১৫)
- যারে যা
- আজই বসন্তে
- বাইরে অনেক রাত
- ভরা জোসনায়
- এই শ্রাবণ বেলায়
- ঘুম আসে না
- জল কি একা
- কত রাত এলো
- ফুলের বেথা
দ্রোণ এবং একলব্য (২০১৫)
- নাহয় একটা কথার দিব্যি দিয়ে
- মিথ্যে নিয়ে বেচে থাকার মানে
- মুঠো খুলে ধূলোখেলা
- নাইবা হলো আবার দেখা
- খোজে গান পলকা মেঘ
- আমি বসে আছি
- রঙ চাঁদনে, মন বানভাসি
- হাওয়ায় টানা সময় গাড়ি
- এক ফালি রোধ, চিলটে হাওয়া
- ভীজবে বলে আমার শহর
ঝরা পাতা (২০১৫)
- এসো বৈশাখ
- ঝরা পাতা
- তোমার সাথে
- জোৎসনায় ভরা
- কত কি
- এ ব্যাথা
- রাতের আকাশ
- তুমি সূর্য
- যতনে সাজাবো
আয় ভোর (২০১৫)
- আয় ভোর
- কলেজ লাইফ
- রাজনীতি
- টাকা
- মডার্ন কাওয়ালী-২ (ঝিনুকের বুকে)
- মা নেই
- সুন্দরী বাংলাদেশ
- শৈশব
- আলোকিত বিশ্ব
- একটা শালিক
- একলা নাবিক
- দিন যায়
সংকলিত অ্যালবাম
সে প্রথম প্রেম আমার (১৯৯৪)
বাটা গানের ক্যাসেট
ত্রিবেনী (১৯৯৭)
এ্যামবিশান্ (১৯৯৭)
সময়ের ডানায় (১৯৯৯)
আগামী পৃথিবী শোনো (১৯৯৯)
বৃদ্ধাশ্রম (২০০১)
আজকের জন্য (২০০৪)
HMV-র সাথে নচিকেতা (২০০৫)
এখন তখন (২০০৫)
সরকারী কর্মচারী (২০০৬)
গ্রাফিতি (২০০৬)
বেষ্ট অফ নচিকেতা (২০০৭)
সোনার বাংলা-১ (২০০৭)
দিন যাপনের তারা (২০০৭)
আনন্দগান (২০০৮)
নগর বাউল (২০০৮)
এরাই সেরা (২০১০)
বেস্ট অফ নচিকেতা (২০১২)
বেস্ট অফ নচিকেতা, ভলুম ২ (২০১২)
লাভ সংসঃ বেঙ্গলি হিটস (২০১২)
চোদ্দয় ১৪ (২০১২)
সময়ের পথ ধরে
নেপথ্য গায়ক
মহীনের ঘোড়া গুলি কবীর সুমন মেহেদী হাসান
বাংলা সিনেমা
প্রজাপতি (১৯৮০)
- ধুলো আর ধোঁয়া মাখা
- প্রজাপতি হতে চায় যদি মন
সেদিন চৈত্রমা (১৯৯৭)
- ওই যে পথে উড়ছে ধূলো
- আমি তো ছিলাম
- দূরে তেপান্তর
এবং তুমি আর আমি (১৯৯৭)
- তিন তালে নেচে ওঠে মন
- আমার মনের এই শুণ্য খাতাতে
- পাখিদের কুহুতান
- মনে মনে যারে আমি চাইরে
- হে কার ইশারায়
- আনমনে যারে আমি চাই রে
হঠাৎ বৃষ্টি (১৯৯৮)*
- ছোট ছোট স্বপ্নের দিন
- একদিন স্বপ্নের দিন
- সোনালী প্রান্তরে
- ঘুম আসে না
চুপি চুপি (২০০১)
- দিন যায় দিন চলে যায়
খেলাঘর (১৯৯৮)*
- মাটির ভাঁড়েতে চা
- স্বপ্নের শহর
- কখনো কখনো কি মনে করে হায়
- বুকের ভেতর সাতটা সাগর
- আজ বদলে বদলে গেছে
- এই যে আঁকাবাঁকা পথে
- বৃষ্টির জল হয়ে
চৌধুরী পরিবার (১৯৯৮)
- আমি হিরু
- মন বলে যায়
অনুপমা (১৯৯৯)
- মোনালিসা নয়
চাকা (২০০০)
- দুলছে মাটি
- হাতের মুঠোয়
চোর ও ভগবান (২০০৩)
- চোর চোর
- তু মেরি জান
- একে এক দুই হয়
স্বপ্নের শহর (২০০১)
- আজ বদলে গেছে দেন
- আমাদের জন্য
- দিন যায় দিন চলে যায়
- ফেরিওয়ালা
- মাথা দেবনা
- নীলাঞ্জনা পর্ব ২
- পাগলা জগাই
- স্বপ্নের শহর
- তুমি কখনো শুনেছ কি?
রাস্তা (২০০৩)
মেজদিদি (২০০৩)
সমুদ্রসাক্ষী (২০০৪)
মহুলবনীর সেরেঞ (২০০৪)
- পাহাড়ে পথ হাঁটলে
আবার আসব ফিরে (২০০৪)
- জীবনের মশালে আগুন জ্বেলে দাও
কালো চিতা (২০০৪)
- কিসনে কাল দেখা মেরি জান
রং নাম্বার (২০০৪)
- তুমি যদি চাও একবার
The BONG CONNECTION (২০০৬)
- পাগলা হাওয়ার বাদল দিনে
দশ দিন পরে (২০০৭)
- কিছু রঙ
- ভালো আর মন্দতে
চলো, Let’s Go (২০০৮)
- অ্যামেজিং গ্রেস
খেলা (২০০৮)
- পালাচ্ছে দিন রাত্রি
১০:১০ (২০০৮)
- বনলতা
শাঁখা সিঁদূরের দিব্বি (২০০৮)
হাসিখুশি ক্লাব (২০০৯)
MADLY বাঙালি (২০০৯)
- কে আছ কোথায়
সঙ্গীত পরিচালক
- হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
- সমুদ্র সাক্ষী (২০০৪)
- হোম – দ্য ইউনিটি (অপ্রকাশিত) (২০০৯)
- গো ফর গোল (২০০৯)
- কাটাকুটি( ২০১২)
Comments are off this post