LYRIC
Khonpar Ei Golap Diye Lyrics | খোঁপার ওই গোলাপ দিয়ে
Song: Khonpar Ei Golap Diye
খোঁপার ওই গোলাপ দিয়ে
Film Title: Bhalobasha Bhalobasha
Artist: Sivaji Chatterjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Khonpar Ei Golap Diye Lyrics in Bengali:
খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে
খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে
পারবে কি বাসতে ভালো আমাকে জানলে
আমাকে তেমন করে জানলে
খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে
যেখানে শুধুই আলো
যেখানে শুধুই ভালো
আমি যে মন্দ করি সবই তা
লিখো না আমায় নিয়ে কবিতা
যেখানে শুধুই আলো
যেখানে শুধুই ভালো
আমি যে মন্দ করি সবই তা
লিখো না আমায় নিয়ে কবিতা
স্বপ্নের হাতটি ধরে
নাইবা আমায় টানলে
পারবে কি বাসতে ভালো আমাকে জানলে
আমাকে তেমন করে জানলে
খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে
এখানে জীবন আমার
ফুল নয় শুধুই কাঁটার
স্বর্গের দেবী তুমি এসো না
মাটিতে কোমল চরণ রেখো না
এখানে জীবন আমার
ফুল নয় শুধুই কাঁটার
স্বর্গের দেবী তুমি এসো না
মাটিতে কোমল চরণ রেখো না
ক্ষতি কি তোমার বল
এই অনুরোধ মানলে
পারবে কি বাসতে ভালো আমাকে জানলে
আমাকে তেমন করে জানলে
খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে
Comments are off this post