LYRIC

Jago Tumi Jago Lyrics | জাগো তুমি জাগো

Jago Tumi Jago Lyrics | জাগো তুমি জাগো lyrics in Bengali is sung by Dwijen Mukherjee . Lyrics penned by Bani Kumar and music composed by Pankaj Kumar Mullick Music Label: Saregama India Ltd.

[ez-toc]

মহিষাসুরমর্দ্দিনী

মহিষাসুরমর্দ্দিনী (অর্থাৎ মহিষাসুরকে দমনকারী) হল আকাশবাণী থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত, কিন্তু ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা পূর্বের অনুষ্ঠানই শোনানো হয়। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

জাগো তুমি জাগো গান টি মূল অনুষ্ঠান (মহিষাসুরমর্দ্দিনী) থেকে নেওয়া হয়েছে।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন

Song Credit:
Song: Jago Tumi Jago
Artist: Dwijen Mukherjee
Music Director: Pankaj Kumar
Mullick Lyricist: Bani Kumar
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Jago Tumi Jago Lyrics  In Bengali

জাগো…..তুমি জাগো
জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী…..
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো….

জাগো, তুমি জাগো…

প্রণমি বরদা, অজরা অতুলা
প্রণমি বরদা, অজরা অতুলা
বহুবলধারিণী রিপুদলবারিণী জাগো মা…
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো
জাগো মা….
জাগো অসুরবিনাশিনী….. তুমি জাগো…
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো…

জাগো…… তুমি জাগো…


Jago Tumi Jago Lyrics  In English

Jago…. Tumi Jago,
Jago Durga Jago Doshoprohoronodharini
Ovoyashokti Bolprodayini Tumi Jago
Jago, Tumi Jago…

Pronomi Boroda, Ojora Otula
Pronami Boroda, Ojora Otula
Bohu-Boldharini Ripudolbarini Jago Maa…
Shoronmoyi Condika Shongkori Jago,
Jago Maa,
Jago Oshurbinashini, Tumi Jago…
Jago Durga Jago Doshoprohoronodharini
Ovoyashokti Bolprodayini Tumi Jago
Jago, Tumi Jago…


মহিষাসুরমর্দ্দিনীর অন্যান্ন গান

১। যা চণ্ডী – সমবেতকণ্ঠে
২। সিংহস্থা শশিশেখরা  – সমবেতকণ্ঠে
৩। বাজল তোমার আলোর বেণু – সুপ্রীতি ঘোষ
৪। জাগো দুর্গা দশপ্রহরণধারিণী – দ্বিজেন মুখোপাধ্যায়
৫। ওগো তোমার আগমনীর আলো – শিপ্রা বোস
৬। তব অচিন্ত্য – মানবেন্দ্র মুখোপাধ্যায়
৭। অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌ – সমবেতকণ্ঠে
৮। অখিল বিমানে – কৃষ্ণা দাশগুপ্ত
৯। জয়ন্তী মঙ্গলা কালী  – সমবেতকণ্ঠে
১০।শুভ্র শঙ্খরবেশ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য
১১।জটাজূটসমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম্‌  – সমবেতকণ্ঠে.
১২।নমো চণ্ডী – বিমল ভূষণ
১৩। মাগো, তব বীণে সঙ্গীত  – সুমিত্রা সেন
১৪। বিমানে বিমানে – সন্ধ্যা মুখোপাধ্যায়
১৫।জয় জয় হে মহিষাসুরমর্দিনি – সমবেতকণ্ঠে.
১৬।হে চিন্ময়ী – তরুণ ব্যানার্জ্জী
১৭।অমল কিরণে  – প্রতিমা ব্যানার্জ্জী
১৮।রূপং দেহি জয়ং দেহি  – পঙ্কজ কুমার মল্লিক ও অন্যান্য
১৯।শান্তি দিলে ভরিউৎপলা সেন

***এই গান গুলি বাঙালির আবেগের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে***

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!