LYRIC

Ei Chanda Ki Ananda Lyrics | এই ছন্দ এ আনন্দ

Song : Ei Chanda Ki Ananda
এই ছন্দ এ আনন্দ
Movie : Bhalobasha Bhalobasha
Artist : Shibaji Chatterjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Pulak Banerjee



Ei Chanda Ki Ananda Lyrics in bengali:

এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান
আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ

এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান

আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ

এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান….

নীল আকাশে সূর্য্য ওঠে
আলোর শিশুরা গায় গান
সোনা রোদের আশীর্বাদে
ভরে যায় পৃথিবীর প্রাণ

নীল আকাশে সূর্য্য ওঠে
আলোর শিশুরা গায় গান
সোনা রোদের আশীর্বাদে
ভরে যায় পৃথিবীর প্রাণ

ভেঙে যায় আঁধারের
পুরানো যে দ্বার ছিল বন্ধ
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান

আমার এ গান জীবন যা গায়
দূরকে আপন করে যায়….
গহন মনের সবকিছু সে
উজাড় করে দিতে চায়
আমার এ গান জীবন যা গায়
দূরকে আপন করে যায়….
গহন মনের সবকিছু সে
উজাড় করে দিতে চায়

মুছে দেয় হৃদয়ের
যা কিছু গোপন দ্বিধা দ্বন্দ
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান

আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!