LYRIC

Aaj Mukhete Bolle Tumi Je Katha Lyrics | আজ মুখেতে বললে তুমি যে কথা

Song:Aaj Mukhete Bolle Tumi Je Katha 
আজ মুখেতে বললে তুমি যে কথা
Movie: Sandhya Pradip
Singer: Kishore Kumar


Aaj Mukhete Bolle Tumi Je Katha Lyrics in Bengali :

আজ মুখেতে বললে তুমি যে কথা……
মুখেতে বললে তুমি যে কথা।
সে কথাই শেষ কথা কি….
মুখেতে বললে তুমি যে কথা
সে কথাই শেষ কথা কি…..
মন কি ভিন্ন কথা কয়নি
আমাকে হারাতে এসে,
তোমার কি পরাজয় হয়নি
আমাকে হারাতে এসে,
তোমার কি পরাজয় হয়নি….
আজ মুখেতে বললে তুমি যে কথাফাগুনে যে ফুল , ছিঁড়ে গেলে……
স্বপ্নে আগুন দিলে জ্বেলেফাগুনে যে ফুল , ছিঁড়ে গেলে….
স্বপ্নে আগুন দিলে জ্বেলে
তার নীচে কোথাও কি
তার নীচে কোথাও কি
ফল্গুর কোনো ধারা বয়নি
আমাকে হারাতে এসে
তোমার কি পরাজয় হয়নি….
আজ মুখেতে বললে তুমি যে কথা…

যে ব্যথা আমায় দিতে এলে…..
সব আগে তাই নিজে পেলে

যে ব্যথা আমায়… দিতে এলে….
সব আগে তাই নিজে পেলে
তাকে বুক পেতে নাওনি কি
বুক পেতে নাওনি কি
যে আঘাত এই বুকে সয়নি

আমাকে হারাতে এসে
তোমার কি পরাজয় হয়নি
আজ মুখেতে বললে তুমি যে কথা….
সে কথাই শেষ কথা কি…….
মুখেতে বললে তুমি যে কথা…
সে কথাই শেষ কথা কি….
মন কি ভিন্ন কথা কয়নি
আমাকে হারাতে এসে
তোমার কি পরাজয় হয়নি
আজ মুখেতে বললে তুমি যে কথা

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!