LYRIC
Mon Binay Ekhoni Bujhi Lyrics | মন বিনায় এখনি বুঝি
Mon Binay Ekhoni Bujhi |মন বিনায় এখনি বুঝি lyrics in Bengali is sung by Sabita Chowdhury. Lyrics penned by Salil Chowdhury Music Label:Saregama India Ltd.
Song Credits:
Song: Mon Binay Ekhoni Bujhi
মন বিনায় এখনি বুঝি
Artist: Sabita Chowdhury
Lyricist: Salil Chowdhury
Label:: Saregama India Ltd
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
Mon Binay Ekhoni Bujhi lyrics in Bengali
মন. বিনায়……
এখনই বুঝি আমার বিদায়ের সুর বাজে
মন. বিনায়……
এখনই বুঝি… আমার বিদায়ের সুর বাজে
মন. বিনায়……
এখনই বুঝি… আমার বিদায়ের সুর বাজে
জানি…… আমারে তুমি….
আবার ডেকেছো কোন কাজে…….
মন. বিনায়……
এখনই বুঝি আমার বিদায়ের সুর বাজে
মগ্ন ছিলেম আমি নিজেরি মাঝে …..
মগ্ন ছিলেম আমি শতেক সাজে
মগ্ন ছিলেম আমি নিজেরি মাঝে …..
মগ্ন ছিলেম আমি শতেক সাজে …..
এ বারে এসেছ তুমি
ঢাকিতে লাজে …..
মন. বিনায়……
এখনই বুঝি আমার বিদায়ের সুর বাজে ….
তোমারই চোখের আলোয় দেখেছি সবই
যা কিছু দেখেছি ভালো বেসেছি সবই…
তোমারই চোখের আলোয় দেখেছি সবই
যা কিছু দেখেছি ভালো বেসেছি সবই…
তোমারেই দেখেছি আমি
সবারই মাঝে ……
মন. বিনায়……
এখনই বুঝি আমার বিদায়ের সুর বাজে
জানি…… আমারে তুমি….
আবার ডেকেছো কোন কাজে…….
মন. বিনায়……
এখনই বুঝি আমার বিদায়ের সুর বাজে
Mon Binay Ekhoni Bujhi lyrics in English
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Jani …Amare Tumi..
Abar Dekecho Kono Kaje
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Mogno Chilem Ami Nijeri Majhe
Mogno Chilem Ami Sotek Saje
Mo gno Chilem Ami Nijeri Majhe
Mogno Chilem Ami Sotek Saje
Ebar Esecho Tumi
Dhakite Laje
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Tomar Chokher Aloy Dekechi Soboi
Ja Kichu Dekhechi Valo Besechi Soboi
Tomar Chokher Aloy Dekechi Soboi
Ja Kichu Dekhechi Valo Besechi Soboi
Tomare Dekechi Ami
Sobari Majhe
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Jani …Amare Tumi..
Abar Dekecho Kono Kaje
Mon Binay….
Ekhoni Bujhi Bidayer Sur Baje
Mon Binay Ekhoni Bujhi Artist Information
সবিতা চৌধুরী একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা যিনি বলিউড চলচ্চিত্রের পাশাপাশি বাংলা গান গেয়েছেন। সলিল চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং অন্তরা চৌধুরী তাদের মেয়ে।
সবিতা চৌধুরীর উল্লেখযোগ্য গান
- ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি
- হলুদ গাঁদার ফুল দে এনে দে
- মন ময়ুরী ছড়ালো পেখম
- লাগে দোল পাতায় পাতায়
- প্রজাপতি প্রজাপতি
- মিটি মিটি তারারা নীল নীল আকাশে
- কিছু কথা আছে শোনো
- এনে দে এনে দে ঝুমকা
- সুরের এই ঝর ঝর ঝর্ণা
- আঁধারে লেখে গান
- ‘বৌ কথা কউ’ বলে পাখি আর ডাকিসনা
- গুরু গুরু মেঘের মন্দ্রবাহারে
- ঘুম আয়, ঘুম আয়, আয় ঘুম আয় রে
- মার ঝাড়ু মার ঝাড়ু মেরে (ছবি – মর্জিনা আব্দুল্লা, সঙ্গে অনুপ ঘোষাল)
- সুনয়নী, সুনয়নী (লোকগীতি, সঙ্গে নির্মলেন্দু চৌধুরী)
- নাম শকুন্তলা তার (ছবি – শ্রীকান্তের উইল, সঙ্গে যেশুদাস)
- ডেকো না মোরে, ডেকো না গো আর (ছবি – লাল পাথর, সঙ্গে শ্যামল মিত্র)
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post