Noyono Sorosi Keno  / নয়ন সরসী কেন ,এই চিরকালীন হিট গানটি কিশোর কুমার ১৯৭৩ সালে প্রকাশিত তাঁর নিজের  পূজা অ্যালবামের জন্য  সুর করেছিলেন।এই গানের গীতিকার হলেন মুকুল দত্ত।

১৯৭৯ সালে  EMI Records. মোট বার খানা গান নিয়ে নয়ন সরসী কেন নাম দিয়ে একটি LP রেকর্ড প্রকাশ করে ।

Title – Kishore Kumar Bengali Modern Song’s – ECLP 2597 –
Singer – Kishore Kumar
Releasing Year – 1979
Genre – Private Song’s
Language- Bengali
Label – HMV Made In India
Manufacture  –  The Gramophone Company Of India Limited
Serial No – ECLP 2597

১) আমার মনের এই  ময়ূরমহলে   ,কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – কিশোর কুমার

২) তারে আমি চোখে দেখিনি, কথা –  মুকুল দত্ত , সুর  – লতা মঙ্গেশকর

৩) এই যে নদী যায় সাগরে , কথা –  মুকুল দত্ত ,সুর  – কিশোর কুমার

৪) মানুষ জনম দিয়ে বিধি ,  কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – কিশোর কুমার

৫)আকাশ কেন ডাকে , কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – রাহুল দেব বর্মন

৬)আমি নেই আমি নেই , কথা –  মুকুল দত্ত ,সুর  – কিশোর কুমার

৭)এক দিন পাখী উড়ে যাবে , কথা –  মুকুল দত্ত  ,সুর  – রাহুল দেব বর্মন

৮)সেদিনও আকাশে ছিলো কত তারা  , কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – কিশোর কুমার 

৯) সে তো এলোনা , কথা –  মুকুল দত্ত  ,সুর  – রাহুল দেব বর্মন

১০)আমার দীপ নেভানো রাত ,কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – কিশোর কুমার

১১) চল যাই চলে যাই দূর বহুদূর ,কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,সুর  – কিশোর কুমার

১২) নয়ন সরসী কেন , কথা –  মুকুল দত্ত ,সুর  – কিশোর কুমার

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE