LYRIC

Akash Keno Dake Lyrics | আকাশ কেন ডাকে

Akash Keno Dake lyrics in Bengali is sung by Kishore Kumar. Lyrics penned by Gauriprasanna Mazumder and music of আকাশ কেন ডাকে is  composed by R.D.Burman Music Label:Saregama India Ltd.

কথা – গৌরীপ্রসন্ন মজুমদার  ,
সুর  – রাহুল দেব বর্মন,
শিল্পী – কিশোর কুমার

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Akash Keno Dake Lyrics in Bengali

আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়…..

দূর থেকে দূর আরো বহুদূরে
পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে
ভাঙা এ মন নিয়ে আমি
একা একা চলেছি কোথায়
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়

নীল ঘন নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার
সে কথা কি বলবে আমায়
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়


Akash Keno Dake Lyrics in English

Akash Keno Dake
Mon Chhuti Chay
Mayurpankhi Meg Hoi Jay Vese Jay
Akash Keno Dake
Mon Chhuti Chay
Mayurpankhi Meg Hoi Jay Vese Jay

Dur Thek Dur Aro Bahudure
Path Theke Path Chali Ghure Ghure
Bhanga E Mon Niye Aami
Eka Eka Cholechi Kothay
Akash Keno Dake
Mon Chhuti Chay
Mayurpankhi Meg Hoi Jay Vese Jay

Nil Ghana Nil Sudur Kinare
Roder Karukaj Megher Minare
Aami Je Kar Ke Amar
Se Kotha Ki Bolbe Amay
Akash Keno Dake
Mon Chhuti Chay
Mayurpankhi Meg Hoi Jay Vese Jay

***Addit Roy also sung this song on 2022***



Singer Infomation

Kishore Kumar was an Indian playback singer and actor. He is widely regarded as one of the greatest, most influential and dynamic singers in the history of Indian music. He was one of the most popular singers in the Indian subcontinent, notable for his yodeling and ability to sing songs in different voices.

কিশোর কুমার (৪ আগস্ট, ১৯২৯ – ১৩ অক্টোবর, ১৯৮৭) ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক।সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী:-কিশোর কুমার ৪ই আগস্ট ৪টার সময় জন্ম গ্রহণ করেন এবং ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।

কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। তিনি ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। তাকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করে।


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!