LYRIC
Vabte Pari Na Lyrics (ভাবতে পারি না)
Vabte Pari Na Lyrics in Bengali . Arman Alif, the rising star of the Bangladeshi music industry, has released a new song titled ‘Bhabte Pari Na’. on September 6, 2021The music video of the song “I can’t Think” is directed by Shubhra Mehraj and shot by Shiul Babu. Overall, “Bhabte Pari Na” is a beautiful song and a must-listen for those who appreciate good music.
📌 Song Title | Vabte Pari Na |
🎵 গান | ভাবতে পারি না) |
🎤 Singer | Arman Alif |
✍️ Lyrics | Arman Alif |
🎼 Music | MMP Rony |
🏷️ Music Label | Arman Alif |
The video of this song can be watched on YouTube. Enjoy the song Lyrics Vabte Pari Na with Bengali & English Lyrics.
See the music video on the YouTube channel for your reference
ভাবতে পারি না | Vabte Pari Na | Arman Alif | New Year Song | 2024 |
For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name
Vabte Pari Na lyrics in Bengali
আমি ভাবতে পারি না
অন্য আর একজন তোমাকে ছোঁবে
আমি ভাবতে পারি না
তোমার পাশের বালিশে অন্য কেউ শোবে ২
যেদিন জানলাম অন্য মানুষ তোমায় ছুঁয়েছে
সেদিন থেকে মরে যাওয়ার ইচ্ছায় ধরেছে
এমন তো হওয়ার কথা ছিলোনা প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙে আমার ঘুম
তারপর সারাটারাত কাটেরে নির্ঘুম
তারপর হঠাৎ একদিন হইলো কি যে তোর
অন্য কারোর সাথে কথায় হয়ে যায় তোর ভোর
আজীবন থাকার কথা কয়জনারে দিস
কার ঠোঁটে মাখিস এখন মিষ্টি স্বাদের বিষ ২
এমন তো হওয়ার কথা ছিলনা প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙ্গে আমার ঘুম
তারপর সারাটারাত কাটেরে নির্ঘুম।
আমি কতদিন হলো ঘুমানোর এক আশ্রয় পাইনা
কতদিন আমার মন খারাপের সাশ্রয় হয়না
তোরে ভালোবাসি ভালোবাসি মিথ্যা কথা না
আয় জলদি ফিরে আয়, দূরে থাকা ভালো না ২
এমন তো হওয়ার কথা ছিল না প্রিয়া
কার সাথে হাসো আমার এ কান্না দিয়া
আজও তোমায় স্বপ্ন দেখে ভাঙ্গে আমার ঘুম
তারপর সারাটা-রাত কাটেরে নির্ঘুম
Vabte Pari Na lyrics in english
Ami Vabte Parina
Onno Aar Ekjon Tomake Chobe
Ami Bhabte Parina
Tomar Pasher Balishe Onno Keu Shobe
Jedin Janlam Onno Manush Tomay Chuyeche
Sedin Theke More Jaowar Icchay Dhoreche
Emon Toh Howar Kotha Chilona Priya
Kar Sathe Haaso Amar E Kanna Diya
Aajo Tomay Shopno Dekhe Vange Amar Ghum
Tarpor Sarata Raat Katere Nirghum
Tapor Hotath Ekdin Hoilo Ki Je Tor
Onno Karor Sathe Kothay Hoye Jaay Tor Bhor
Aajibon Thakar Kotha Koyjonare Dis
Kar Thote Makhis Ekhon Misti Swader Bish
Ami Kotodin Holo Ghumanor Ek Ashroy Paina
Kotodin Amar Mon Kharaper Sashroy Hoyna
Tore Valobashi Valobashi Mittha Kotha Na
Aay Joldi Fire Aay Dure Thaka Valo Na
Vabte Pari Na song Fact:
ভাবতে পারি না বাংলা গানটি গেয়েছেন আরমান আলিফ। অভিনয় করেছেন আরমান আলিফ, আনফি সিনহা ও আল নূর। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ববতে পরী না বাংলায় গানের কথা লিখেছেন আরমান আলিফ।
How can I download This Song ?
You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App.
We offer the lyrics in Bengali and English, so please let us know which language you prefer..Let us know your opinion about the song in the comment section.
Related Question Answer Of this Song
প্রশ্নঃ “ভাবতে পারি না গানের গায়ক কে?
উঃ “ভাবতে পারি না’ গানটির গায়ক আরমান আলিফ।
প্রশ্নঃ “ভাবতে পারি না গানটির সংগীতায়োজন করেন কে?
উত্তর: “ভাবতে পারি না গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
প্রশ্ন: “ভাবতে পারি না গানটির কথা ও সুর কে লিখেছেন?
উত্তর: “ভাবতে পারি না গানটির কথা ও সুর লিখেছেন আরমান আলিফ।
প্রশ্ন: “ভাবতে পারি না গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেন কে?
উঃ “ভাবতে পারি না গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।
প্রশ্নঃ “ভাবতে পারি না গানের মিউজিক ভিডিওটির চিত্রগ্রাহক কে ছিলেন?
উঃ শিউল বাবু “ভাবতে পারি না গানের মিউজিক ভিডিওটির চিত্রগ্রাহক ছিলেন।
প্রশ্নঃ “ভাবতে পারি না গানটির মিউজিক ভিডিও কে নির্মাণ করেছেন?
উত্তর: “ভাবতে পারি না গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেজু।
Comments are off this post