LYRIC

Bapui Chengra Re Lyrics | বাপুই চেংড়ারে

Bapui Chengra Re lyrics in Bengali is sung by Ankon. Lyrics penned by Abdul Karim and music of বাপুই চেংড়ারে composed by Abdul Karim Music Label:  IPDC আমাদের গান.

Song : Bapui Chengra Re
বাপুই চেংড়ারে
Singer: Ankon
Music: Abdul Karim
Lyricist: Abdul Karim
Music Label: IPDC আমাদের গান

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Bapui Chengra Re Lyrics in Bengali

বাপুই চেংড়ারে……
ও বাপুই চেংড়ারে …..গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে……
ও বাপুই চেংড়ারে …..গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে…..
তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে
তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে….
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে
ও বাপুই চেংড়ারে ……গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে……

তুই রে বাপুই চেংড়া মানুষ কিছুই বুঝিস না
হায়রে কিছুই বুঝিস না……
তুই রে বাপুই চেংড়া মানুষ কিছুই বুঝিস না
হায়রে কিছুই বুঝিস না……
মুইও যে অবলা নারী
ও মোর মনটা মানে না
ও বাপুই চেংড়ারে ……গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে……

তুই রে  বাপু চেংড়া বন্ধু চিকন কালা
হায়রে চিকন কালা…..
তুই রে  বাপু চেংড়া বন্ধু চিকন কালা
হায়রে চিকন কালা…..

মুইও যে অবলা নারী…..
আলাভোলা হা…..
গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে……

তুই রে বাপুই বাজাছ বাঁশি
কদমতলা,ঐ না কদমতলা………
তুই রে বাপুই বাজাছ বাঁশি
কদমতলা হায়রে  কদমতলা….
মুই নারীটা আসুম জলে
ঐ না সাঁঝের বেলা…..

গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে……

ও বাপুই চেংড়ারে……গাছোত উঠিয়া দুইডা হাত
ও মোক জলপই পাড়িয়া দে
ও মোক জলপই পাড়িয়া দে
ও মোক জলপই পাড়িয়া দে

**** বাপুই চেংড়া রে | Bapui Chengra re (ভাওয়াইয়া গান) *****


Bapui Chengra Re Lyrics Song Information

লোকগান ‘বাপুই চ্যাংড়া রে’ একটি ভাওয়াইয়া গান ।এটি  রচনা করেন আব্দুল করিম ।প্রয়াত আব্দুল করিম অসংখ্য জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার। তিনি বাংলা গানের ইতিহাসের এক অনবদ্য নাম । ‘বাপুই চ্যাংড়া রে’ একটি প্রেমাবেগপূর্ণ সঙ্গীত। এক যুবকের কাছে এক অবলা নারীর জলপাই পেড়ে দেওয়ার মিষ্টি আবদারের মধ্য দিয়ে গানটিতে প্রেমের ইঙ্গিত ফুটিয়ে তোলা হয়।


বাপুই চ্যাংড়া রে কথা ও সুরঃ আবদুল করিম কণ্ঠঃ অংকন ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল এজেন্সিঃ ক্রিয়েটো প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু চিত্রগ্রহণ ও সম্পাদনাঃ মিছিল সাহা রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী ঢোলকঃ মিলন ভট্টাচার্য বাংলা ঢোলঃ নয়ন ওয়েস্টার্ন পারকেশনঃ উজ্জ্বল ইস্টার্ন পারকেশনঃ আলম ড্রামসঃ আশিক বেইজঃ তানিম একোস্টিক গিটার: রোমান ম্যান্ডোলিনঃ পাভেল ট্রাম্পেটঃ কাবিল কিবোর্ড: মীর মাসুম বাঁশিঃ জালাল ভায়োলিনঃ শমসের আলী কোরাসঃ পিউ, নাশা

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!