LYRIC
[su_heading]Tui Barsha Bikeler Dheu lyrics | তুই বর্ষা বিকেলের ঢেউ[/su_heading]
Tui Borsha Bikeler Dheu lyrics in Bengali from movie Rocky Starring: Mimoh and Puja Bose. The song is sung by Shaan and Palak Muchhal. Lyrics penned by Prasen and music composed byJeet Gannguli.
Song: Tui Borsha Bikeler Dheu
তুই বর্ষা বিকেলের ঢেউ
Film: Rocky
Director: Sujit Mondal
Music: Jeet Gannguli
Singers: Shaan and Palak Muchhal
Lyrics: Prasen
Screenplay: N.K Salil
Presenter: Shrikant Mohta and Nispal Singh
Produced by: Shree Venkatesh Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd. ( Surinder Films)
Music Video of Tui Barsha Bikeler Dheu
Tui Barsha Bikeler Dheu lyrics in Bengali –
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুই আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুই আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই,…..
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই……
তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই……
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই……….
এসে গেছে দিন…….কতনা রঙিন
নামে তোর এ শহর দেবো লিখে সব আমার…..
তুই এলি তাই, মন হল ঠিক
কাছে তোর ঘুম ঘোর
নেব চেয়ে যা চওয়ার
চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়….
হায়.. দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,
রয়েছি আমাতে আমি কই
তুই বর্ষা বিকেলের ঢে
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ
এলে তুই, আমি ছুঁই, এক লাফে তারাদের
এনে দেব ক্ষণ, ছাপিয়ে আপন
জন্যে তোর, হবে ভোর, মায়া মিঠে রাতের…
চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই
তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই…..
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই…..
Comments are off this post