ভালোবাসা তখন কোথায় যেতো নিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো…….
তোমার আমার স্বপ্নগুলো….
তোমার আমার স্বপ্নগুলো
মেঠো পথে উড়িয়ে থুলো
হঠাৎ শহর ছেড়ে গেলো যে পালিয়ে
এই দিকে শুরু হলো খুজাখুজি
পাইনি খবর ,আমরা বুঝি
তবু মন চেয়েছিল যাইনা হারিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো……
হু… তোমার আমার স্বপ্নগুলো
ক্লাসের ফাকে খুব এগুলো
বসে বসে চায়ের কাপে ঠোঁট পুড়িয়ে…….
বন্ধুরা বেশ চাইতো বলে
টের পেলোনা কেউ তাহলে
আমাদের রেখেছিল ওরা সামলিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো……..
তোমার আমার স্বপ্নগুলো
তোমার আমার স্বপ্নগুলো
এমনি করে খব পেরোলে
সময় যে রাঙিয়ে পৃথিবী এড়িয়ে
সন্ধ্যে হবার একটু আগে
ফিরে যেতাম ভিশন রাগে
অবুঝ ইচ্ছেগুলো কেনো যে খুব দমিয়ে
তোমার আমার স্বপ্নগুলো……
তোমার আমার স্বপ্নগুলো……
Tomar Amar Shwapnogulo Lyrics | তোমার আমার স্বপ্নগুলো | Mahtim Shakib
Tomar Amar Shwapnogulo Lyrics | তোমার আমার স্বপ্নগুলো | Mahtim Shakib
Tomar Amar Shwapnogulo Bangla Song is sung by Mahtim Shakib. Music Composed by Ahmmed Humayun. Lyrics penned by by Asif Iqbal. Music label Gaanchill Music
Song: Tomar Amar Shwapnogulo
Voice: Mahtim Shakib
Lyrics: Asif Iqbal
Tune & Music: Ahmmed Humayun
Label: Gaanchill Music
Music Video of Tomar Amar Shwapnogulo
Tomar Amar Shwapnogulo Lyrics in Bengali
তোমার আমার স্বপ্নগুলো
মগ্ন হয়ে আকাশ ছুলো
গল্পের শুরু সেতো লুকোচুরি দিয়ে
সাত পাঁচ ভাবতো যদি
পথ হারাতো মনের নদী
ভালোবাসা তখন কোথায় যেতো নিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো…….
তোমার আমার স্বপ্নগুলো….
তোমার আমার স্বপ্নগুলো
মেঠো পথে উড়িয়ে থুলো
হঠাৎ শহর ছেড়ে গেলো যে পালিয়ে
এই দিকে শুরু হলো খুজাখুজি
পাইনি খবর ,আমরা বুঝি
তবু মন চেয়েছিল যাইনা হারিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো……
হু… তোমার আমার স্বপ্নগুলো
ক্লাসের ফাকে খুব এগুলো
বসে বসে চায়ের কাপে ঠোঁট পুড়িয়ে…….
বন্ধুরা বেশ চাইতো বলে
টের পেলোনা কেউ তাহলে
আমাদের রেখেছিল ওরা সামলিয়ে…..
তোমার আমার স্বপ্নগুলো……..
তোমার আমার স্বপ্নগুলো
তোমার আমার স্বপ্নগুলো
এমনি করে খব পেরোলে
সময় যে রাঙিয়ে পৃথিবী এড়িয়ে
সন্ধ্যে হবার একটু আগে
ফিরে যেতাম ভিশন রাগে
অবুঝ ইচ্ছেগুলো কেনো যে খুব দমিয়ে
তোমার আমার স্বপ্নগুলো……
তোমার আমার স্বপ্নগুলো……
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
Comments are off this post