LYRIC

Thik Sare Pachta Jei Bejeche Lyrics | ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে

Song: Thik Saare Panchta Jei Bejechhe
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
Film Title: Abhiman
Artist: Kishore Kumar
Music Director: Ajoy Das
Lyricist: Pulak Banerjee



Thik Sare Pachta Jei Bejeche Lyrics in Bengli :

হু.র.রা …….আ ….আ ……
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
যাকে আমি চাইছি সে এসেছে
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
যাকে আমি চাইছি সে এসেছে
দেরি করে কাজ কি ছোট্ট জীবন
শুভস্য শীঘ্রম গুরু বলেছে
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
যাকে আমি চাইছি সেই এসেছে

কেন কে জানে, এসে এখানে
মুখের কথাই গান হয়ে যায়, কিসের টানে
ঠিক মত ডাকলেই মেলে যে সাড়া
অন্ধকারে নামে আলোর ধারা….
ঠিক মত ডাকলেই মেলে যে সাড়া
অন্ধকারে নামে আলোর ধারা
এ জীবনে সেই আলো আজ উঠেছে
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
যাকে আমি চাইছি সে এসেছে

চোখের তারায় ভরে স্বপ্ন কখন
খোলা পথের এই যাত্রী দুজন
পথটাকে করে নিল শুধুই আপন
কেউ তা জানে না…., না না না
কেউ তা মানে না, হা হা….

আমি এসেছি, …….হা হা….ভালোবেসেছি….হা হা….
এই পৃথিবীর…….. সকল ভালোর ……….সুখে ভেসেছি……।
মন যদি একবার মন পেয়ে যায়
একসুরে চিরকাল গান গেয়ে যায়
সে পাওয়াতে দুটি প্রাণ এক হয়েছে
ঠিক সাড়ে পাচটা যেই বেজেছে
যাকে আমি চাইছি সে এসেছে
দেরি করে কাজ কি ছোট্ট জীবন
শুভস্য শীঘ্রম গুরু বলেছে

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!