LYRIC

Ek Palaker Ektu Dekha Lyrics | এক পলকের একটু দেখা

Ek Palaker Ektu Dekha lyrics in Bengali from movie Lukochuri  .Starcast : Kishore Kumar – Shankar / Kumar ‘Buddhu’ (Double Role),Mala Sinha – Reeta,Anita Guha – Geeta, Anoop Kumar,Keshto Mukherjee,Nripati Chattopadhyay. The song Ek Palaker Ektu Dekha is sung by Kishore Kumar. Lyrics penned by Gauriprasanna Mazumder and music composed by Hemanta Mukherjee .Music Label: Saregama India Ltd.

Song: Ek Palaker Ektu Dekha
এক পলকের একটু দেখা
Artiste: Kishore Kumar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Lukochuri
Label :: Saregama India Ltd


Music Video Of  Ek Palaker Ektu Dekha Lyrics


Ek Palaker Ektu Dekha lyrics in Bengali

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি ?

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
আহা হা হা…… ওহ হো ও…..আহা হা হা….

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
ওগো সাড়া দিতে

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি
এক পলকে একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
হু হু হু…. হু….হু হু হু… হু….হু হু হু…. হু….

হলই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে
হয় গো ভালো হয়
হলই যখন পথে যেতে হহঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে
হয় গো ভালো হয়

এড়িয়ে  যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
শুধু ইশারাতে

এএড়িয়ে  যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
আহা হা আ….. আহা হা আ …..আহা হা আ আ


লুকোচুরি ছবিটি কমল মজুমদার পরিচালনা করেন এবং হেমন্ত মুখোপাধ্যায় সংগীত পরিচালনা করেন। কিশোর কুমার ফিল্মস ব্যানারে এই ছবিটি নির্মিত হয়। কিশোর কুমার, অনুপ কুমার, নৃপতি চট্টোপাধ্যায় এবং মালা সিনহা মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে কিশোর কুমার দ্বৈতভূমিকায় অভিনয় করেন। এটি ২৭শে জুন, ১৯৫৮ সালে মুক্তি পায়।এটিএকটি বাংলা পারিবারিক হাস্যরসাত্মক চলচ্চিত্র।


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!