LYRIC

Sonar Bangladesh Lyrics Rap Song | সোনার বাংলাদেশ র‍্যাপ গান

সোনার বাংলাদেশ র‍্যাপ গানের গেয়েছেন আলী হাসান ও সিয়াম হাওলাদার। গানের কথা লিখেছেন আলী হাসান ও সিয়াম হাওলাদার। সঙ্গীত পরিচালনা করেছেন আলী হাসান

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Shonar Bangladesh Lyrics In Bengali:

দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ……

আহা হা …আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ…..

ও নানা বেটারির চার্জ শেষ নাকি নিউ পাগলের ভেস
দেশে খারাপ আবার কেডা জেডা সবাইতো দরবেশ
যত চিটার বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোছ দাড়ি গজানোর আগে গজায়া জায় লেজ

বাঙাল নাই ঘরে খাইবো বেশি ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি দেশে রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দানা পিছদা জবাই করো তোমার খাশি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাদতো দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি.. আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি
ওগো শোনো শোনো দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন শোনেন দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি

ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ….
আহা হা …আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ….

আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই করা
নদী মাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ.. সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যিকথা বলতে শুধু আপনি আমি খেছ
বাংলার ৮ টা বিভাগ আর ৬৪জেলা সবাই থাকে
ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা এইডা জানে উপরওয়ালা
আর খেলা যদি আনলিগেল হয় না খেলাই ভালা
তাইলে দরকারকি করার আলগা প্রেম
ফাও পিরিতে বদনাম বারে বারে ব্লেম

আচ্ছা তুমি দেশী আমি দেশি সেম টু সেম
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছনা গেম
হন কেউ আছে ভালো আবার কেউ আছে চিটার
কেউ আসছে বাটপার আবার কেউ আছে টিচার
এইডা মাইনা লইছিশ কমবেশি সবার মধ্যেই পেছ
এখন ভালো-মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ

ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ……

আহা হা …আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ…..
আমার সোনার বাংলা দেশ…..
আমার সোনার বাংলা দেশ…..
আহা হা …আহা হা …আহা হা …

The End


Shonar Bangladesh Song Details:-

Song: Shonar Bangladesh (সোনার বাংলাদেশ)
Singer: Aly Hasan
Rap: Siam Hawladar
Lyrics: Aly Hasan & Siam Hawladar
Tune: Aly Hasan
Music: Sadi Vai & Shochi Shams
Mix & Mastering: Sochi Shams
Edit & Color: Studio Walli
Director & Dop : Nasimul Mursalin Shakkhar
Co-ordinated: Isha Khan Duray
Cast: Aly Hasan, Siam Hawladar, Shafique Ahmed, Sadi Vai, Md. Maruf Akan, Ahmed Shuvo, Hanif Pagla & Nasir
Label: G Series

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post