LYRIC

Sob Loke Koy | সব লোকে কয়

 

Sob Loke Koy Lalan Ki Jaat Ei Sansare Lyrics in bengali : The song is sung by Kona music composed by Fuad Al Muqtadir , Sob Loke Koy Lalon Ki Jaat Ei Songshare bengali folk song lyrics written by Lalan Fakir, Music Label G Series

Song : Sob Loke Koy
সব লোকে কয়
Singer : Kona
Lyric & Tune : Fokir Lalon Shah
Music : Fuad Al Muqtadir
Album : Kromannoy
Label : G Series


Music video of  Sob Loke Koy


Sob Loke Koy Lyrics in Bengali –

সব লোকে কয়
লালন কি জাত সংসারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ…..
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে….
সব লোকে কয়
লালন কি জাত সংসারে
ও…..সব লোকে কয়
লালন কি জাত সংসারে
কেউ মালা কেউ তাসবী গলে….
তাই তো রে  জাত ভিন্ন বলে
কেউ মালা কেউ তাসবী গলে….
তাই তো রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে……
সব লোকে কয়
লালন কি জাত সংসারে
ও…….সব লোকে কয়
লালন কি জাত সংসারে
জগৎ বেড়ে জাতির কথা……..
লোকে গল্প করে যথা তথা
জগৎ বেড়ে জাতির কথা……..
গল্প করে যথা তথা
জগৎ বেড়ে জাতির কথা……..
গল্প করে যথা তথা
লালন বলে জাতির খৎনা….
লালন বলে জাতির খৎনা
ডুবিয়েছে  সাধবাজারে…
সব লোকে কয়
লালন কি জাত সংসারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে

 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!