LYRIC

Sabuj Pahar Dake Lyrics | সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়

Sabuj Pahar Dake lyrics in Bengali is sung by ,Nirmala Mishra. Lyrics penned by Pulak Bandyopadhyay  and music of সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয় composed by Bhupen Hazarika Music Label: Saregama India Ltd.

Song Credits:
Song: Sabuj Pahar Dake
সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়
Artist: Nirmala Mishra
Music Director: Bhupen Hazarika
Lyricist:Pulak Bandyopadhyay
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Sabuj Pahar Dake lyrics in Bengali

ও…… হো… হো হো ও ……..ও
আ…….. আ ………….আ …….
হো… হোহোহো হো হোহো…..
হো হোহো হোহো হোহো
সবুজ পাহাড় ডাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
সবুজ পাহাড় ডাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়

আজ কেউ কি ঘরে থাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়

বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব
অন্ধকারের বুকে আলোর কলরব
আলোর কলরব
মনপাখিকে আপন করে কেউ কি ধরে রাখে
মনপাখিকে আপন করে কেউ কি ধরে রাখে
আজ কেউ কি ঘরে থাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়

আজ কেউ কি ঘরে থাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়

অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরাল
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো
ও…অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরাল
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো
অন্তবিহীন সুরে ঝর্ণা উড়ে দান
ছন্দ ঝরা দিনে কিসের অভিমান
কিসের অভিমান
চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে
চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে
আজ কেউ কি ঘরে থাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়

সবুজ পাহাড় ডাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়
বাঁশি নিয়ে আয় রে
হাসি নিয়ে আয়

আজ কেউ কি ঘরে থাকে
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়

ও হো হো হো ……ও ……. ও
আ আ….. আ …….
হো…. হোহোহো হো….
আ আ আ আ…….
হা হাহা হাহা হো………


Sabuj Pahar Dake lyrics in English

Sobuj Pahar Daake
Aayre Chute Aay
E Shyamla Pother Banke
Aay Re Chute Aay
Banshi Niye Aay Re
Hasi Niye Aay
Aaj Keu Ki Ghore Thake
Aayre Chutey Aay
E Shyamla Pother Bake
Aay Re Chute Aay

Bondho Duyar Khol E Shonre Ore Shon
Ondhokarer Buke Aalo Kolorob
Aalor Kolorob
Mon Pakhike Emon Kore Keu Ki Dhore Rakhe|
Aaj Keu Ki Ghore Thake
Aayre Chutey Aay
E Shyamla Pother Bake
Aay Re Chutey Aay

Onek Diner Duhshopner Raatri Furalo
Joubone Aaj Doob Diye Praan Jibon Uralo
Antobihin Sure Dhorna Orey Gaan
Chondo Jhora Dine Kiser Obhimaan
Kisher Obhimaan
Chandra Sona Vanga Meghe Oi Toh Chobi Anke
Aaj Keu Ki Ghore Thake
Aye Re Chute Aay
E Shyamla Pother Bake
Aye Re Chutey Aay


Song: Sobuj Pahar Dake
Artist: Nirmala Mihsra
Lyricist: Pulak Bandyopadhyay
Composer: Bhupen Hazarika


About Singer

নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ‘ঝামেলা’। সংগীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে অনেকেই ‘ঝামেলাদি’ বলেই ডাকেন।

তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হচ্ছে ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে’, ‘বলো তো আর্শি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’, ‘উন্মনা মন স্বপ্নে মগন’ ইত্যাদি। এছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলি হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়।, চোখের মণি হারিয়ে খুঁজি।

নির্মলা মিশ্রর গাওয়া কয়েকটি বিখ্যাত গান

  • এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না
  • চাঁদকে নিভিয়ে রাখো
  • আমি তো তোমার চিরদিনের
  • সুখ যে আমার
  • তোমার আকাশ দু’টি চোখে
  • আজ কোনও কাজ নেই
  • ও আমার মন পাখি
  • আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে
  • আকাশে নেই তারার দীপ
  • ও তোতা পাখি রে
  • সবুজ পাহাড় ডাকে
  • ঘুম পাড়ানি মাসিপিসি
  • বলোতো আরশি তুমি মুখটি দেখে

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!