LYRIC

Ami To Tomar Chirodiner Lyrics | আমি তো তোমার চিরদিনের

Ami To Tomar Chirodiner lyrics in Bengali is sung by Nirmala Mishra. Lyrics penned by Babu Guhathakurata and music of আমি তো তোমার চিরদিনের composed by Pradip Dasgupta Music Label: Saregama India Ltd.

Song Credit:
Song: Ami To Tomar Chirodiner 
আমি তো তোমার চিরদিনের
Film Title: All Time Greats – Nirmala Mishra
Artist: Nirmala Mishra
Music Director: Pradip Dasgupta
Lyricist: Babu Guhathakurata
Label:: Saregama India Ltd
[ez-toc]

See the music video on the YouTube channel for your reference


Ami To Tomar Chirodinerlyrics in Bengali

আমি তো তোমার …….চিরদিনের
হাঁসি কান্নার সাথী
সেদিন থেকে……
যেদিন তুমি…….
মন দিলে আর মন নিলে
আমি তো তোমার চিরদিনের
হাঁসি কান্নার সাথী

দু চোখে আমার অশ্রু তোমার
আমার যত সুখ সবই তো তোমার
জীবনে তোমার হাসি টুকু রেখে
কান্না যা কিছু ছিল সবই তো নিলাম
সেদিন থেকে ……..
যেদিন তুমি……….
মন দিলে আর মন নিলে
আমি তো তোমার চিরদিনের
হাঁসি কান্নার সাথী

একটি সে মন ছিল যাযাবর
বহুযুগ পরে যেন পেলো তার ঘর
পথ ভুলে সে …..
পথ পেলো যে……
যে পথে লুকোনো ছিল সুখেরি সাগর
সেদিন থেকে …….
যেদিন তুমি……..
মন দিলে আর মন নিলে
আমি তো তোমার চিরদিনের
হাঁসি কান্নার সাথী


Ami To Tomar Chirodiner Lyrics in English

Ami To Tomar Chirodiner
Hanshi Kannar Sathi
Sedin Theke Jedin Tumi
Mon Dile Aar Mon Nile
Ami To Tomar Chiradiner
Haasi Kannar Sathi

Du Chokhe Amar Ashru Tomar
Amar Jato Sukh Sobi To Tomar
Jeebone Tomar Hasi Tuku Rekhe
Kanna Ja Kichhu Chhilo Sobi Toh Nilam
Sedin Theke Jedin Tumi
Mon Dile Aar Mon Nile
Ami To Tomar Chiradiner
Haasi Kannar Sathi

Ekti Se Mon Chhilo Jajabor
Bohujug Pore Jeno Pelo Tar Ghor
Poth Bhule Se Poth Pelo Je
Je Pothe Lukono Chhilo Sukheri Sagor
Sedin Theke Jedin Tumi
Mon Dile Aar Mon Nile
Ami To Tomar Chiradiner
Haasi Kannar Sathi


About Singer

নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ‘ঝামেলা’। সংগীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে অনেকেই ‘ঝামেলাদি’ বলেই ডাকেন।

তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হচ্ছে ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে’, ‘বলো তো আর্শি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’, ‘উন্মনা মন স্বপ্নে মগন’ ইত্যাদি। এছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলি হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়।, চোখের মণি হারিয়ে খুঁজি।

পুরস্কার

বালকৃষ্ণ দাস পদক।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে।

নির্মলা মিশ্রর গাওয়া কয়েকটি বিখ্যাত গান

  • এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না
  • চাঁদকে নিভিয়ে রাখো
  • আমি তো তোমার চিরদিনের
  • সুখ যে আমার
  • তোমার আকাশ দু’টি চোখে
  • আজ কোনও কাজ নেই
  • ও আমার মন পাখি
  • আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে
  • আকাশে নেই তারার দীপ
  • ও তোতা পাখি রে
  • সবুজ পাহাড় ডাকে
  • ঘুম পাড়ানি মাসিপিসি
  • বলোতো আরশি তুমি মুখটি দেখে

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!