LYRIC
Porokale Dio Dekha Lyrics (পরকালে দিও দেখা) Timir Biswas
Porokale Dio Dekha Lyrics in Bengali. Bangla song “Porokale Dio Dekha” sung by Timir Biswas. The song is featured in Devdas Drama in the 36th episode of Goppo Mirer Thek. The timeless story is written by Sarat Chandra Chattopadhyay. Pradyut Chatterjee penned the lyrics of the song titled “Ihokle Naiba Holo”.
📌 Song Title | Porokale Dio Dekha |
🎵 গান | পরকালে দিও দেখা |
🎞️ Album/Movie | 36th episode of Goppo Mir’s Thek |
🎤 Singer | Timir Biswas |
✍️ Lyrics | Pradyut Chatterjea |
🎼 Music | Pradyut Chatterjea |
🏷️ Music Label | Goppo Mirer Thek |
The video of this song can be watched on YouTube. Enjoy the song Lyrics Porokale Dio Dekha with Bengali & English Lyrics.
See the music video on the YouTube channel for your reference
DEBDAS : Porokale Dio Dekha | @TimirBiswaslive | Pradyut Chatterjea (Official Music Video)
For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name
Porokale Dio Dekha lyrics in Bengali
ইহকালে নাইবা হলো
পরকালে দিও দেখা
দুচোখেতে আবছা স্মৃতি
আগলে ধরে রাখা,
মুছে গেলো যা ছিল সব
রইলো পড়ে একা
ইহকালে নাইবা হলো
পরকালে দিও দেখা
দুচোখেতে আবছা স্মৃতি
আগলে ধরে রাখা। ও ও..
এতো আলোর সমারোহে
চাপা পড়ে নীরবে
পুড়ে যাওয়া জোনাকিদের ইতিহাস
যুগে যুগে হারিয়ে যায়
পুরোনো প্রেম ফুরিয়ে যায়
তবু এ কোন অপার্থিব বিশ্বাস
ভালোবাসা নিঃস্ব প্রাতে রইলো পড়ে একা
দুচোখেতে নিভলো বাতি অন্ধকারে মাখা
ইহকালে নাইবা হলো
পরকালে দিও দেখা।
দুচোখেতে আবছা স্মৃতি
আগলে ধরে রাখা। ও….. ও..
Porokale Dio Dekha lyrics in english
Ihokale Naiba Holo
Porokale Dio Dekha
Duchokhete Abcha Smriti
Aagle Dhore Rakha
Muche Gelo Ja Chilo Shob
Roilo Pore Eka
Ihokale Naiba Holo
Porokale Diyo Dekha
Duchokhete Abcha Smriti
Aagle Dhore Rakha
Eto Aalor Shomarohe
Chapa Pore Nirobe
Pure Jawa Jonakider Itihas
Juge Juge Hariye Jaay
Purono Prem Furiye Jaay
Tobu E Kon Oparthibo Biswas
Bhalobasha Nissho Prate Roilo Pore Eka
Duchokhete Nibhlo Bati Ondhokare Makha
Ihokale Naiba Holo
Parakale Dio Dekha
Duchokhe Te Aabcha Smriti
Agle Dhore Rakha
Porokale Dio Dekha song Fact:
বাংলা গান “পরোকালে দিও দেখা তিমির বিশ্বাস গেয়েছেন। গানটি গোপ্পো মীর এর ঠেকের 36 তম পর্বে দেবদাস গল্পে প্রদর্শিত হয়েছে। কালজয়ী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা । প্রদ্যুত চ্যাটার্জি “পরোকালে দিও দেখা” শিরোনামের গানটির কথা লিখেছেন ।
How can I download This Song ?
You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App.
We offer the lyrics in Bengali and English, so please let us know which language you prefer..Let us know your opinion about the song in the comment section.
Related Question Answer Of Porokale Dio Dekha song
প্রশ্নঃ “পরকালে দিও দেখা,” গানের কণ্ঠশিল্পী কে?
উঃ গানটির কণ্ঠশিল্পী তিমির বিশ্বাস।
প্রশ্ন: “পরকালে দিও দেখা,” এর সঙ্গীত ও গীতিকার হিসেবে কাকে কৃতিত্ব দেওয়া হয়?
উত্তর: প্রদ্যুত চট্টোপাধ্যায়কে গানটির সুরকার এবং গীতিকার উভয়ই হিসাবে কৃতিত্ব দেওয়া হয়।
প্রশ্ন: গানে গিটার বাজিয়েছেন কে?
উঃ চয়ন চক্রবর্তী “পরকালে দিও দেখা,” তে গিটার বাজান।
প্রশ্ন: সৌম্যজ্যোতি ঘোষ গানটিতে কোন যন্ত্র বাজাতেন?
উঃ গানটিতে বাঁশি বাজিয়েছেন সৌম্যজ্যোতি ঘোষ।
প্রশ্ন: “পরকালে দিও দেখা,”-তে সরোদ বাজানোর কৃতিত্ব কাকে দেওয়া হয়?
উঃ গানটিতে সরোদ বাজিয়েছেন প্রতীক শ্রীবাস্তব।
প্রশ্ন: জয় নন্দী রচনায় কোন যন্ত্র বাজাতেন?
উত্তর: জয় নন্দী “পরকালে দিও দেখা,” ছবিতে পাখোয়াজ বাজিয়েছিলেন।
Comments are off this post