LYRIC

O Tota Pakhi Re Lyrics | ও তোতা পাখি রে

O Tota Pakhi Re lyrics in Bengali is sung by ,Nirmala Mishra. Lyrics penned by Prabir Mazumder  and music of ও তোতা পাখি রে composed by Prabir Mazumder Music Label: Saregama India Ltd.

Song Credits:
Song: O Tota Pakhi Re
ও তোতা পাখি রে
Album Title: Chhotoder Gaan
Artist: Nirmala Mishra
Music Director: Prabir Mazumder
Lyricist: Proabir Mazumder
Label :: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


O Tota Pakhi Re lyrics in Bengali

ও তোতা পাখি রে
শেকল খুলে উড়িয়ে দেবো
মাকে যদি এনে দাও
আমার মাকে যদি এনে দাও
ঘুমিয়েছিলাম মায়ের কোলে
কখন যে মা গেল চলে
সবাই বলে ওই আকাশে
লুকিয়ে আছে খুঁজে নাও
ও …..তোতা পাখি রে

কেউ বলে মা ভোরের বেলায়
চাঁপার বনে ফুলের মেলায়
ফুল কুড়িয়ে কখন যেন
ঠাকুর ঘরে আসে
ভোরের আলো ফোঁটার আগে
জেগে কত খুঁজি মাকে
চাঁপাতলায় ঠাকুরঘরে
বাড়ির আশেপাশে
আমাকে মা ভুলেই গেছে
পাই না তাকে আর কোথাও
ও তোতা পাখি রে

কেউ বলে রোজ নিশুত রাতে
তারার দেশে আঙিনাতে
মা দেখা দেয় চুপি চুপি
আলো ছায়ার মাঝে
রোজই ভাবি জেগে থাকি
মা কি আমায় দেবে ফাঁকি
কখন যে ঘুম জুড়িয়ে আসে
বুঝতে পারি না যে….
পাখি তুমি লক্ষী আমায়
মায়ের কাছে নিয়ে যাও
ও তোতা পাখি রে
শেকল খুলে উড়িয়ে দেবো
মাকে যদি এনে দাও
আমার মাকে যদি এনে দাও
ঘুমিয়েছিলাম মায়ের কোলে
কখন যে মা গেল চলে
সবাই বলে ওই আকাশে
লুকিয়ে আছে খুঁজে নাও
ও তোতা পাখি রে….


O Tota Pakhi Re lyrics in English

O Tota Pakhi Re
Shikol Khule Uriye Debo
Ma Ke Jodi Ene Dao
Amar Ma Ke Jodi Ene Dao
Ghumiye Chhilam Mayer Kole
Kakhon Je Ma Gelo Chole
Sobai Bole Oi Akashe
Lukiye Achhe Khunje Nao
O Tota Pakhi Re

Keu Bole Ma Bhorer Belay
Chapar Bone Fuler Melay
Ful Kuriye Kakhon Jeno
Thakur Ghore Ase
Vorer Aalo Fotar Aage
Jege Kato Khunji Ma Ke
Chapa Tolay, Thakur Ghore
Barir Ashe Pashe
Amake Ma Bhulei Gechhe
Paaina Taake Aar Kothao
O Tota Pakhi Re

Keu Bole Roj Nishut Raate
Tarar Desher Anginate
Ma Dekha Dey Chupi Chupi
Aalo Chhayar Majhe
Roji Vabi Jege Thaki
Ma Ki Amay Debe Fanki
Kakhon Je Ghum Joriye Aase
Bujhte Pari Na Je
Pakhi Tumi Lokhhi
Amay Mayer Kachhe Niye Jaao
O Tota Pakhi Re
Shikol Khule Uriye Debo
Ma Ke Jodi Ene Dao
Amar Ma Ke Jodi Ene Dao


About Singer

নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ‘ঝামেলা’। সংগীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে অনেকেই ‘ঝামেলাদি’ বলেই ডাকেন।

তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হচ্ছে ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে’, ‘বলো তো আর্শি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’, ‘উন্মনা মন স্বপ্নে মগন’ ইত্যাদি। এছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলি হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়।, চোখের মণি হারিয়ে খুঁজি।

পুরস্কার

বালকৃষ্ণ দাস পদক।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে।

নির্মলা মিশ্রর গাওয়া কয়েকটি বিখ্যাত গান

  • এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না
  • চাঁদকে নিভিয়ে রাখো
  • আমি তো তোমার চিরদিনের
  • সুখ যে আমার
  • তোমার আকাশ দু’টি চোখে
  • আজ কোনও কাজ নেই
  • ও আমার মন পাখি
  • আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে
  • আকাশে নেই তারার দীপ
  • ও তোতা পাখি রে
  • সবুজ পাহাড় ডাকে
  • ঘুম পাড়ানি মাসিপিসি
  • বলোতো আরশি তুমি মুখটি দেখে

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!