LYRIC

Naam Amar Kishore Kumar Ganguly Lyrics | নাম আমার  কিশোরকুমার গাঙ্গুলী

Naam Amar Kishore Kumar Ganguly  Lyrics in Bengali sung by Kishore Kumar. This song is written by  Shibdas Banerjee and music composed by  Amit Kumar  .Music Label: Saregama India Ltd.


Song Credits:

Song: Naam Amar Kishore Kumar Ganguly
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
Artiste: Kishore Kumar
Music Director : Amit Kumar
Lyricist: Shibdas Banerjee
Label : Saregama India Ltd


Music Video Of  Kishore Kumar Ganguly


Naam Amar Kishore Kumar Ganguly Lyrics in Bengali 

ওরে হো . . . . . .ও….
নাম আমার …….
নাম আমার  কিশোরকুমার গাঙ্গুলী….
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা তাই বলি
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা তাই বলি
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী……
ওহে ব্যানার্জী নয়, মুখার্জী নয় ,চাটার্জী নয় ……..
গাঙ্গুলী……….
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী

আহা গল্প হলেও সত্যি কথা
বলছি সবাই শোনো
রূপকাহিনী রূপকথা নয়
আজগুবি নয় কোনো
আমার গানের বন্ধুরা সব
মন দিয়ে আজ শোনো
ও.. ভাই মন দিয়ে আজ শোনো

এক যে ছিল দুষ্টু ছেলে
বেজায় রকম কালো
কেবল লেখাপড়ায় অষ্টরম্ভা
মনটা ছিল ভালো
ও… তার মনটা ছিল ভালো
এমনিতে সে চালাক-চতুর মোটেই সে নয় বোকা
আদর করে ডাকতো সবাই
গাইয়ে বাবু, খোকা…

খাণ্ডোয়া বাসী, বম্বে বাজার
সেই ছেলেটার বাড়ী
তাড়ির দোকান, গাঁজা-গোদাম
সামনে ছিল তারই
পালিয়ে যেত খেলার মাঠে
সেথায় সারা বেলা
বন্ধুরা সব জুটতো এসে
খেলতো নানা খেলা

কয়েন তো সেই পোলাডা কেডা..
ওটা আমি গো আমি
ব্যানার্জী নয়, মুখার্জী নয়, চ্যাটার্জী নয়
গ্যাঙার্জী……..
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী।

আমি বম্বেবাসী
আজ, প্রবাসী
তবু খাঁটি বাঙ্গালী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী
হ্যাঁ ……
হল্ট
আমার বাবা ছিলে রাশভারী লোক
বি.এ. বি.এল. কুঞ্জলাল
উঠ্লে রেগে যেতেন  ক্ষেপে
মুখটা যে তার হত লাল

বাবা ছিলেন পেশায় উকিল
নেশায় যে তাঁর ছিল গান
বন্ধুরা সব আসতো, যেতো
বাবার ছিল দরাজ প্রাণ

বাবার খুব শখ ছিল। উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন।
আর, সেই আসরে,ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন — খোকা, ওরে খোকা
শুনিয়ে দে সকলকে অশোক আর দেবিকা ওই গানটা তাড়াতাড়ি।
আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ
কত কড়ি। তখন আমি কি গান গাইতুম জানেন ?

ম্যায় বন্ কি চিড়িয়া বনকে বন্ বন্ বঁলু রে….
ম্যায় বন্ তা পন্ছি বন কে  সঙ্গ সঙ্গ ডলু রে . .. .”
দিয়া জ্বালাও জগমগ জগমগ দিয়া জ্বালাও . . . ”
জগমগ জগমগ জগমগ জগমগ জগমগ জগমগ
দিয়া জ্বালাও..।“ হায় হায় “ হায় হায়  “ হায় হায়
নিশীথে যাইও ফুলবনে।….
নিশীথে যাইও ফুলবনে, রে …ভ্রমরা
নিশীথে যাইও ফুলবনে . . .”
হৈ লালা ঢিং লালা হৈ লালা ঢিং

দাদামণির গান শুনিয়ে পেতাম একটি টাকা
শচিন কর্তার ভাটিয়ালী গেয়ে
পেতাম আড়াই টাকা
চুক্তি ছিল সায়গল সাহেবের গানে পাঁচটি টাকা
সবার যিনি অশোর কুমার
আমার দাদামণি….
তাঁর কাছেতেই হাতেখড়ি
আমার পরশমণি….
আমার দিদিমণির গানের গলা
মিষ্টি ছিল ভারি…
দিদি আমার গানের গুরু
শিষ্য আমি তারই..
এমনি করে রঙে-রসে ভরে ছিল দিনগুলি
ছোটবেলার কিশোর এখন
কিশোরকুমার …….. হারিয়েছে গাঙ্গুলী

বুঝলেন না ? বোঝাচ্ছি……
আমি গায়ক হলাম, খুব নাম হল
আমি অভিনেতা হলাম
আরো নাম হল
আরে কায়র নিকালতা কিউ নেহি বাহার
পূজা কর উস অউরত কি
জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমঝতি হ্যায়
মাগর তু তো উস অউরত কি পূজা কর রাহা হ্যায়
জিস্কে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়
হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে  উঠল ঝড়
ঝড় না, ঝড় না-কর-আয়কর
আয়কর ,আয়কর আমাকে করল দেশান্তর

সংসারে সং সেজে থাকা লাগল না পছন্দ
অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোরানন্দ
জয় গোবিনদম্ জয় গোপালম্
জয় গোবিনদম্ জয় গোপালম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্
তারপর অনেক কিছুই ঘটল।
কিছু পেলাম , কিছু  দিলাম , কিছু হারালাম
স্মৃতি নামের রেলগাড়িটা পেছন দিকে ছোটে..
আমার মনের পর্দাতে সব ছবি হয়ে ওঠে
বেশ তো ছিলাম ছোটবেলায় মায়ের আঁচল তলে
সেই কথাটি ভেবে এখন ভাসি চোখের জলে
শিশু ঘুমালে পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
গানের সুরে ঘুম পাড়াতো মা যে ভালবেসে…
ঘুম পাড়ানি ছড়ায়  এখন
খোকন ঘুমোয় না…….
তারার দেশে হারিয়ে গেছে স্নেহময়ী মা……..

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post