LYRIC
Mrito Attha 3 | মৃত আত্মা
Mrito Attha 3Bangla Song is sung by GOGON SAKIB. Music Composed by Jami Ul Hasan. Lyrics penned by GOGON SAKIB & K Nayem. Music label Samsul Official
Song : Mrito Attha 3
Singer : GOGON SAKIB
Lyrics : GOGON SAKIB & K Nayem
Tune : Johurul Islam Joni
Music : Jami Ul Hasan
Label : Samsul Official
Music Video of Mrito Attha 3
Mrito Attha 3 Lyrics in Bengali –
আমারে তুই লাশ বানাইয়া
পালকি সাজাইয়া
তাড়াই দিলি আটপা ওয়ালা
গাড়ি চড়াইয়া
আমারে তুই লাশ বানাইয়া
পালকি সাজাইয়া
তাড়াই দিলি আটপা ওয়ালা
গাড়ি চড়াইয়া
এক নিমিষেই কান্না কাটি
দাফন কাফন শেষ
প্রেমের নামে ঠকাইলি তুই
এই আমারে বেশ
ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়
ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়
মানুষ রুপে হয়তো কভু
দেখা হবে না
মৃত আত্মা ডাকবে তোরে
মুক্তি পাবি না……
জিতেও রে তুই যাবি হেরে
পুড়বি তিলে তিলে
দেহে শুধু প্রাণটা রবে
আত্মা যাবে চলে
জিতেও রে তুই যাবি হেরে
পুড়বি তিলে তিলে
দেহে শুধু প্রাণটা রবে
আত্মা যাবে চলে
আমার চোখে জল ঝড়াইয়া
কিনবি রে তুই সুখ….
ভাবেলে হিসেব অমিল রবে
মলিন হবে মুখ
ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়…
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়
ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়…
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়
মানুষ রুপে হয়তো কভু
দেখা হবে না
মৃত আত্মা ডাকবে তোরে
মুক্তি পাবি না……
ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়…
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়
মানুষ রুপে হয়তো কভু
দেখা হবে না
মৃত আত্মা ডাকবে তোরে
মুক্তি পাবি না……
Comments are off this post