LYRIC

Michael Vidyasagar Sangbad Lyrics | মাইকেল বিদ্যাসাগর সংবাদ Anupam Roy , Anirban

“Michael Vidyasagar Sangbad” is a soulful song. Anirban Bhattacharya and Anupam Roy’s vocals complement the poignant lyrics and melody, which is composed by Anupam Roy. The video conceptualized by Anirban Bhattacharya and executed by a talented team of artists, editors, and graphics designers, adds depth and emotion to the song. It’s a must-listen for anyone who admires the fourth estate’s role in shaping our society.

[ez-toc]

Song : Michael Vidyasagar Sangbad
Vocals : Anirban Bhattacharya & Anupam Roy
Lyrics & Music : Anupam Roy
Arranged and programmed by : Shamik Chakravarty
Video conceptualized by : Anirban Bhattacharya
DOP : Tuhin
Art : Shibaji Paul
Edit and Color : Amir Mondal
Graphics : Santanu Bhattacharya and team
Label : SVF Music

Youtube Video



Michael Vidyasagar Sangbad Lyrics in Bengali –

মাইকেল:
সুদূর বিদেশে পড়ে আছি আমি
জীবন কি তবে ব্যর্থ,
সুদূর বিদেশে পড়ে আছি আমি
জীবন কি তবে ব্যর্থ,
বিদ্যাসাগর বাঁচাও আমাকে
পাঠাও আমাকে অর্থ।
তুমি বলেছিলে আমার লেখাতে
পেয়েছিলে “গ্রেট মেরিট”
অমিত্রাক্ষরে ভালোবাসা নিও,
সহ্য হয় না দেরী।

বিদ্যাসাগর:
কথা দিয়ে ওরা কথা রাখবে না
মানুষেরই অভ্যাসে,
কথা দিয়ে ওরা কথা রাখবে না
মানুষেরই অভ্যাসে,
বন্ধু তোমাকে বলেছি যখন
থাকব তোমার পাশে।

এই নাও কিছু হাজার পাঠাই
আর-ও প্রয়জনে জানাও,
এই নাও কিছু হাজার পাঠাই
আর-ও প্রয়জনে জানাও,
পড়া শেষ করে ব্যারিস্টারি
নতুন কাব্য শোনাও।

কোরাস:
ওরা দুজনে ছিল বন্ধু …
ওরা দুজনে ছিল বন্ধু …

মাইকেল:
ধন্যবাদের ভাষা খুঁজি আমি
নিজের মাতৃভাষায়,
ধন্যবাদের ভাষা খুঁজি আমি
নিজের মাতৃভাষায়,
দেশে ফিরে আমি এলাম বন্ধু
তোমাদের ভালোবাসায়।

অভাব আমার স্বভাবে যে ভিড
হোটেল নিয়েছি ভাড়া,
আয় ভালো তবে ব্যয় আরও বেশি
আমি আবার সর্বহারা।

বিদ্যাসাগর:
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা
কজনার বলো আছে ?
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা
কজনার বলো আছে ?
ধার দেনা শুধু বাড়তেই থাকে
আর ভালো লাগে না যে।

আমার বাক্যে নির্ভর করে
সাহায্য করে কেবল,
আমার বাক্যে নির্ভর করে
সাহায্য করে কেবল,
তাদেরকে যেন ঠকাতে না হয়
আমার কথাও ভেবো।

কোরাস:
ওরা দুজনে ছিল বন্ধু …
ওরা দুজনে ছিল বন্ধু …

মাইকেল:
করুণাসিন্ধু ভাগ্য আমার
তোমাকে চিনেছি আমি,
স্নেহমমতায় ভরা যে তোমার
মনটা সবচেয়ে দামী।
করুণাসিন্ধু ভাগ্য আমার
তোমাকে চিনেছি আমি,
স্নেহমমতায় ভরা যে তোমার
মনটা সবচেয়ে দামী।

বন্ধু আমার আমাকে দিয়েছ
কত না সুখের দিন,
সব বেচে দিয়ে শোধ করে যাবো
আমার যা আছে ঋণ,
যা আছে ঋণ…যা আছে ঋণ…


Michael Vidyasagar Sangbad Lyrics in English –

Sudur Bideshe Pore Achhi Ami
Jibon Ki Tobe Byartho
Vidyasagar Banchao Amay
Pathao Amake Ortho

Tumi Bolechhile Amar Lekha Te
Peyechhile Great Merit
Amitrakkhore Bhalobasa Niyo
Sojjyo Hoyna Deri

Kotha Diye Ora Kotha Rakhbe Na
Manusher E Ovyashe
Bondhu Tomay Bolechhi Jokhon
Thakbo Tomar Pashe

Ei Nao Kichhu Hazar Pathai
Arro Proyojone Janao
Pora Shesh Kore Barrister E
Notun Kabyo Shonao

Ora Dujone Chhilo Bondhu


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post