LYRIC

Khuje Paina Nijeke Lyrics | খুঁজে পাই না নিজেকে

Song – Khuje Paina Nijeke
খুঁজে পাই না নিজেকে
Singer – Abdul Kader Tuhin
Lyrics & Tune – Eemce Mihad & Tuhin
Music Composer – Eemce Mihad
Lyrical Video & Thumbnail – Abdul Kader Tuhin



Khuje Paina Nijeke Lyrics In Bengali :

ঘুম…. ভেঙে যায়
পাশে পাই না তাকে
হঠাৎ আসে…. সে স্বপ্নের ফাঁকে
ঘুম…. ভেঙে যায়
পাশে পাই না তাকে
হঠাৎ আসে…. সে স্বপ্নের ফাঁকে
এলোমেলো মনে… তুমি এসেছিলে আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে
এলোমেলো মনে তুমি এসেছিলে আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে
বলেছিলে ছেড়ে যাবে না…..
ঠিকই চলে গেলে
পিছনে দেখলে না
যাবে যখন কেনো দিয়েছো….
মিথ্যে প্রেমের কিছুটা স্বান্তনা ……..
এলোমেলো মনে…. তুমি এসেছিলে  আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে
এলোমেলো মনে…. তুমি এসেছিলে আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে….
এলোমেলো মনে…. তুমি এসেছিলে আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে….
এলোমেলো মনে…. তুমি এসেছিলে আমায় গোছাতে
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে….

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!