LYRIC

Khub Boroshay Lyrics | খুব বরষায়

Khub Boroshay lyrics in Bengali is sung by Minar Rahman. Lyrics penned by Asif Iqbal and music of খুব বরষায় composed by Amit Chatterjee & Ishan Mitra.Khub Boroshay was Released  by Gaanchill Music.

Khub Boroshay Song Information

খুব বরষায়
Artist: Minar Rahman
Lyrics: Asif Iqbal
Tune & Music: Amit Chatterjee & Ishan Mitra
Label : Gaanchill Music

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke Please Contact Us And Mention Song Name

Khub Boroshay lyrics in Bengali

এ …..রেরে ….রা রে…..
রে রে রে
এ …..রেরে ….রা রে…..
রে রে রে……….

খুব বরষায় বৃষ্টি ফোটায়
মন রেখে যায় জড়িয়ে তোমায়
বেলা অবেলায়
দৃষ্টিতে ….ভাসে নদী
হৃদয়ের খেয়া পারাপার
জীবনের এপার ওপার
তোমার আমার

এ মায়া ….যাক না থেকে
চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল ……..

আজ ভিজিয়ে দিয়ে যাও….
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও…….
তোমায় আমায়
আজ ভিজিয়ে দিয়ে যাও….
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও…….
তোমায় আমায়

আকাশ মেঘে ,জড়াজড়ি……
দেখে দেখে মন হারায় জানি না কোথায়
সেখানে তুমি আমি…..
পাশাপাশি পথে নামি …..অথৈ পূর্ণতায়

এ মায়া যাক না থেকে
চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল ……

আজ ভিজিয়ে দিয়ে যাও….
আজ অবুঝ হয়ে যাও….
আজ সবুজে জড়াও….
তোমায় আমায়….
আজ ভিজিয়ে দিয়ে যাও….
আজ অবুঝ হয়ে যাও….
আজ সবুজে জড়াও….
তোমায় আমায়….

ভাসে না কথার খেয়াল……
নিরবতায় বুঝে নেয়া
নিঝুম অনুভবে
সবটুকু চাওয়া পাওয়া……
ভুলে গিয়ে ভেসে যাওয়া বৃষ্টির কলোরবে…..

এ মায়া যাক না থেকে….
চিরদিন চিরকাল….
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল ……

আজ ভিজিয়ে দিয়ে যাও…
আজ অবুঝ হয়ে যাও….
আজ সবুজে জড়াও…
তোমায় আমায়…
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও….
তোমায় আমায়….


Khub Boroshay lyrics in English

E…. Rere…Ra Re….
Re Re Re…..
E…. Rere…Ra Re….
Re Re Re…..

Khub Boroshay Brishti Fotay
Mon Rekhe Jaay Joriye Tomay
Bela Obelay
Drishtite Bhase Nodi
Hridoyer Kheya Parapar
Jiboner Epar Opar
Tomar Amar

E Maya ….Jaak Na Theke
Chirodin Chirokaal
Tumi Chuye Theko Bristi Hoye
Subhro Sokal

Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay
Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay

Akash Meghe Jorajori
Dekhe Dekhe Mon Haray Jani Na Kothay
Sekhane Tumi Ami….
Pashapashi Pothe Naami…. Othoi Purnotay

E Maya ….Jaak Na Theke
Chirodin Chirokaal
Tumi Chuye Theko Bristi Hoye
Subhro Sokal

Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay
Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay

Bhase Na Kothar Kheyal
Nirobotay Bujhe Neya
Nijhum Anubhobe
Sobtuku Chaowa Paowa
Bhule Giye Bhese Jaowa Bristir Kolorobe…

E Maya ….Jaak Na Theke
Chirodin Chirokaal
Tumi Chuye Theko Bristi Hoye
Subhro Sokal

Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay
Aaj Bhijiye Diye Jao….
Aaj Obujh Hoye Jao
Aaj Sobuje Jorao ….
Tomay Amay

খুব বরষায়  গান গেয়েছেন মিনার রহমান । সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। খুব বরষায় গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।


Khub Boroshay song Artiste Information

মিনার রহমান, মিনার নামে পরিচিত, একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, সুরকার, গীতিকার, লেখক এবং কার্টুনিস্ট। তিনি ২০০৮ সালে প্রথম প্রকাশিত গান সাদা রঙ্গের স্বপ্নগুলো এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন।মিনার শৈশব থেকেই গান লেখেন এবং গান রচনা করেন এবং তার নিজস্ব সঙ্গীত শৈলী গড়ে তুলেছেন। ২০০৮ সালে তিনি তার প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন যার নাম ‘ডানপিটে’ যেটি নিজেই লিখেছেন, সুর করেছেন এবং গান করেছেন। তিনি তার প্রথম উপন্যাস ‘রুদ্র এবং একটি গ্র্যান্ড পিয়ানো’ প্রকাশ করেন ২০১৯ সালের একুশে বইমেলায়।

Minar Rahman, popularly known as Minar, is an independent Bangladeshi singer-songwriter, composer, lyricist, writer and cartoonist.[1] He rose to fame with the first released song “Shada Ronger Shopnogulo”, which was a hit in 2008.[2][3] Minar does write lyrics and compose songs from his childhood and has developed his own musical style. He has released his first solo album in 2008 named ‘Danpitey’ which is written, composed and sung by himself. He published his first novel ‘Rudro Ebong Ekti Grand Piano’ in Ekushey Boimela 2019.


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!