LYRIC
Keno Tumi Chupi Chupi| কেন তুমি চুপি চুপি
Keno Tumi Chupi Chupi lyrics in Bengali sung by Kishore Kumar. This evergreen song is written by Gauriprasanna Mazumder and music composed by Kishore Kumar.Music Label Saregama.
Song : Keno Tumi Chupi Chupi
কেন তুমি চুপি চুপি 
Singer : Kishore Kumar 
Music Director : Kishore Kumar 
Lyricist : Gauriprasanna Mazumder
Music Video Of Keno Tumi Chupi Chupi
Keno Tumi Chupi Chupi Lyrics –
হু ….কেন…… তুমি চুপি চুপি, চুপি চুপি
আমার মন…… নিয়ে যাও
বলেও বলোনা কিছু বলে ……
হে হে হে…….
দেখা দিয়ে যাও চলে
দূরে দূরে সরে
সরে  ,সরে সরে
হেসে,হেসে হেসে কাছে এসে
উহু উহু উহু উহু
যু যু যুযুযু…….
কেন…… তুমি চুপি চুপি ,চুপি চুপি
আমার মন…… নিয়ে যাও
বলেও বলোনা কিছু বলে ….
হে হে হে…….
দেখা দিয়ে যাও চলে
দূরে দূরে সরে
সরে সরে সরে
হেসে, হেসে হেসে কাছে এসে
উহু উহু উহু উহু
এই ছিলে গেলে কোথায় ……….
বর্ষার চাঁদ তুমি  মেঘে ঢেকে যাও
প্রজাপতি হয়ে মনে  রং একে যাও…..
এই আছো এই নেই একি ছলনা
হেঁয়ালি এ খেলা কেন করো বলো না
চলে গেলে  , একা ফেলে
হারিয়ে গেলে
আহ….
পারিনা তোমাকে আর নিয়ে ….
হে হে হে হে
দেখা দিয়ে যাও চলে
দূরে দূরে সরে
সরে সরে সরে
হেসে ,হেসে হেসে কাছে এসে
উহু উহু উহু উহু
কী করে ধরি তোমায় 
আঃ ছেড়ে দাও না
উ হু …..
কি করে পালাবে বলো ধরে ফেলেছি
লুকোচুরি দুজনেতো…. কতো খেলেছি
মন নিয়ে ছিনিমিনি কত করেছ
যেতে আর দেব না গো
ধরা পড়েছ
এসো হেসে  , বস কছে
কত কথা জমে আছে
বাধা কিসে মিলেমিশে
কেটে যাবে রাত
বেশতো……
এবারে দুজনে চলে যাব ……..
হে হে হে হে
যাব বহুদূর দূরে দূরে দূরে ঘুরে
ঘুরে ঘুরে ঘুরে
সুরে সুরে সুরে
দূরে, হাত ধরে
ধরে  ,মন ভরে
ভরে ,ঘুরে ঘুরে ঘুরে
সুরে  ,সুরে সুরে
মন ভরে  ভরে


Comments are off this post