LYRIC

Karar Oi Louho Kopat Lyrics | কারার ঐ লৌহকপাট

Song : Karar Oi Louho Kopat
কারার ঐ লৌহকপাট
Writer & Composer : Kazi Nazrul Islam
Artist :Calcutta Youth Choir



Karar Oi Louho Kopat Lyrics in Bengali :

কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষা
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁস
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
কারার ঐ লৌহকপাট,
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে
কারার ঐ লৌহকপাট,
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি
লাথি মার ভাঙরে তালা
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা
ফেল উপাড়ি
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

কারার ঐ লৌহকপাট,
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!