LYRIC

Chal Chal Chal Lyrics | চল্‌ চল্ চল্

Song: Chal Chal Chal
চল্‌ চল্ চল্
Singer: Usha Uthup
Music: Kazi Nazrul Islam
Lyrics: Kazi Nazrul Islam



Chal Chal Chal Lyrics in Bengali :
চল্‌ চল্ চল্
চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌

ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান

ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্
চল্‌ চল্ চল্

ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ
শহীদী-ঈদের সেনারা সাজ
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ
খোল রে নিদ-মহল
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ
শহীদী-ঈদের সেনারা সাজ
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ
খোল রে নিদ-মহল

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি’
যাস মুসাফির গান গাহি’
ফেলিস অশ্রুজল
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি’
যাস মুসাফির গান গাহি’
ফেলিস অশ্রুজল

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ
জাগিল তা’রা সকল
জেগে ওঠ হীনবল
জাগিল তা’রা সকল
জেগে ওঠ হীনবল
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল
চল্‌ চল্‌ চল্
চল্‌ চল্‌ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্‌ চল্
চল্‌ চল্‌ চল্
চল্‌ চল্‌ চল্
চল্‌ চল্‌ চল্

 


চল্‌ চল্‌ চল্‌ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ-সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যেকোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন বাজানো হয়।

১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে তিনি এই গানটি রচনা করেন। গানটি “নতুনের গান” শিরোনামে প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!