LYRIC

Kagajer Phul Bole Lyrics | কাগজের ফুল বলে

Kagajer Phul Bole lyrics in Bengali is sung by ,Nirmala Mishra. Lyrics penned by Nachiketa Ghosh  and music of কাগজের ফুল বলে composed by Ravindra Jain Music Label: Saregama India Ltd.

Song Credits:
Song: Kagajer Phul Bole
কাগজের ফুল বলে
Artist: Nirmala Mishra
Music Director: Ravindra Jain
Lyricist: Nachiketa Ghosh
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Kagajer Phul Bole lyrics in Bengali

কাগজের ফুল বলে আজো ঝরেনি..
সত্যি সে ফুল হলে ঝরে যেত
পাষাণ হৃদয় তাই আজো গলেনি
সত্যি হৃদয় হলে গলে যেত
কাগজের ফুল বলে আজো ঝরেনি..
সত্যি সে ফুল হলে ঝরে যেত
পাষাণ হৃদয় তাই আজো গলেনি
সত্যি হৃদয় হলে গলে যেত

দু-চোখ সবুজ কাঁচে থাকলে ঢাকা….
মনটা যায় কি তাতে সবুজ রাখা….
দু-চোখ সবুজ কাঁচে থাকলে ঢাকা….
মনটা যায় কি তাতে সবুজ রাখা….
মিছিমিছি চোখ গেল বলে পাপিয়া
সত্যি সে চোখ গেলে মরে যেত
পাষাণ হৃদয় তাই আজো গলেনি
সত্যি হৃদয় হলে গলে যেত

কে জানে কোথায় কবে কোন ভূমিকায়
জীবনের সাজঘর কাকে কি সাজায়..
কে জানে কোথায় কবে কোন ভূমিকায়
জীবনের সাজঘর কাকে কি সাজায়..
কাকে কি সাজায়..
আসল মানুষ কত বদলে যাবে….
ছবিটা থাকবে তবু একই ভাবে
চাঁদের নিজের আলো জ্যোৎস্না হলে
সূর্যের মত সেও চলে যেত…
পাষাণ হৃদয় তার আজো গলেনি
সত্যি হৃদয় হলে গলে যেত

কাগজের ফুল বলে আজো ঝরেনি..
সত্যি সে ফুল হলে ঝরে যেত
পাষাণ হৃদয় তাই আজো গলেনি
সত্যি হৃদয় হলে গলে যেত


Kagajer Phul Bole lyrics in English

Kagojer Phul Bole Aajo Jhoreni
Sotti Se Phul Hole Jhore Jeto
Paashan Hridoye Tai, Aajo Goleni
Sotti Hridoye Hole, Gole Jeto
Kagojer Phul Bole Aajo Jhoreni
Sotti Se Phul Hole Jhore Jeto
Paashan Hridoye Tai, Aajo Goleni
Sotti Hridoye Hole, Gole Jeto

Du Chokh Sobuj Kache, Thakle Dhaka
Mon Ta Jae Ki Tate Sobuj Rakha
Du Chokh Sobuj Kache, Thakle Dhaka
Mon Ta Jae Ki Tate Sobuj Rakha
Michi Michi Chokh Galo Bole Papiya
Sotti Se Chokh Gele More Jeto
Paashan Hridoye Tai, Aajo Goleni
Sotti Hridoye Hole, Gole Jeto

Ke Jane Kothaye Kobe Kon Bhumikaye
Jiboner Saanj Ghor Kake Ki Sajaaye
Ke Jane Kothaye Kobe Kon Bhumikaye
Jiboner Saanj Ghor Kake Ki Sajaaye
Kake Ki Saajaye..
Aasol Manush Koto Bodle Jabe
Chobita Thakbe Tobu Aki Bhabe
Aasol Manush Koto Bodle Jabe
Chobita Thakbe Tobu Aki Bhabe
Chaander Nijer Aalo Jochna Hole
Surjer Moto Seo Jole Jeto
Paashan Hridoye Tai, Aajo Goleni
Sotti Hridoye Hole, Gole Jeto
Kagojer Phul Bole Aajo Jhoreni
Sotti Se Phul Hole Jhore Jeto
Paashan Hridoye Tai, Aajo Goleni
Sotti Hridoye Hole, Gole Jeto


About Singer

নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ‘ঝামেলা’। সংগীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে অনেকেই ‘ঝামেলাদি’ বলেই ডাকেন।

তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হচ্ছে ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে’, ‘বলো তো আর্শি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’, ‘উন্মনা মন স্বপ্নে মগন’ ইত্যাদি। এছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলি হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়।, চোখের মণি হারিয়ে খুঁজি।

পুরস্কার

বালকৃষ্ণ দাস পদক। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে।

নির্মলা মিশ্রর গাওয়া কয়েকটি বিখ্যাত গান

  • এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না
  • চাঁদকে নিভিয়ে রাখো
  • আমি তো তোমার চিরদিনের
  • সুখ যে আমার
  • তোমার আকাশ দু’টি চোখে
  • আজ কোনও কাজ নেই
  • ও আমার মন পাখি
  • আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে
  • আকাশে নেই তারার দীপ
  • ও তোতা পাখি রে
  • সবুজ পাহাড় ডাকে
  • ঘুম পাড়ানি মাসিপিসি
  • বলোতো আরশি তুমি মুখটি দেখে

Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

 

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!