LYRIC

Jolparir Gaan Lyrics | জলপরীর গান

Jolparir Gaan  lyrics in Bengali from movie Bhotbhoti  . The song is sung by Biyas Sarkar. Lyrics penned by Ritam Sen and music composed by Mayookh Bhaumik. Music Label:Saregama.Jolparir Gaan”, the very first song from the upcoming movie” Bhotbhoti” is here to make fill with happiness, romance, and good vibes.

Song -Jolparir Gaan 
জলপরীর গান
Singer – Biyas Sarkar
Movie – Bhotbhoti
Composer – Mayookh Bhaumik
Lyrics – Ritam Sen
Music Label:Saregama


Music Video Of Jolparir Gaan Lyrics



Jolparir Gaan Lyrics in Bengali –

রূপকথায় পথ চলার….
নেই কোথায় শেষ জানার 

বেখেয়ালি রোদ্দুরে….
হারিয়েছি ঠিকানা ………
উদাসী ….মেঘেদের এই অবাক সফরে …….
জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে
ধুলোর আদলে নামে অকাল বাদল অজানায়…….

ঝড়ের টহলে ভাঙ্গা মনের মহলে
যাবে ও বলে তবু কেন সময় চলে যায়
সবকিছু কি রঙিন……
সবকিছু অচেনা…….

নুড়ি পাথরে তুই যেন ঘুম  ভাঙা  জুঁই
যেন চিঠি ভোরের নিশানায়
যদি ভুল করে দিস আজ সুরের হদিস
গান  বাঁধি পথের অজানায় …….
মাখি আসমানী নীল. …………
সারা…… গায়…. …
থাকি  ইচ্ছে গাঁয়ের….. কিনারায়…….
জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে
ধুলোর আদলে নামে অকাল বাদল  অজানায়
ঝড়ের টহলে ভাঙ্গা মনের মহলে
যাবে ও বলে তবু কেন সময় চলে যায়

বেখেয়ালি রোদ্দুরে….
হারিয়েছি ঠিকানা….
এলোমেলো মন ভীষন ….
বুনছে তাই বাহানা ……
পথে…. যা যা পাই
এই পথে তাহা নাই ……….
লাল লারা লালা লালা,
লাল লারা লালা লালা

[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post