LYRIC

Hoo Dhoro Metedhir Lyrics | হও ধর মেতেধীর

Song: Hao Dharamete Dhir 
হও ধরমেতে ধীর
Lyrics & Tune – Atul Prasad Sen
Artist : Nupurchhanda Ghosh



Hoo Dhoro Metedhir Lyrics in Bengali :

হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়…
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়
ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির  নাহি ভয়

নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান
নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান
দেখিয়া ভারতে মহাজাতির উথ্থান
জগ জন মানিবে বিস্ম​য়
জগ জন মানিবে বিস্ম​য়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির  নাহি ভয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়

তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ
হতে পারি দীন, তবু নহি মোরা হীন
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ
হতে পারি দীন, তবু নহি মোরা হীন
ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন
ওই দেখো প্রভাত  উদয়
ওই দেখো প্রভাত উদয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির  নাহি ভয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়

ন্যায় বিরাজিত যাদের করে
বিঘ্ন পরাজিত তাদের শরে
ন্যায় বিরাজিত যাদের করে
বিঘ্ন পরাজিত তাদের শরে
সাম্য কভু নাহি স্বার্থে ডরে
সত্যের নাহি পরাজ​য়
সত্যের নাহি পরাজ​য়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির নাহি ভয়
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নতশির  নাহি ভয়

ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়
হও ধর মেতেধীর হও কর মেতেবীর
হও উন্নত শীর নাহি ভয়
হও ধর মেতেধীর হও কর মেতেবীর
হও উন্নত শীর নাহি ভয়

Added by

admin

SHARE

  1. অরুণ প্রসাদ

    January 16, 2022 at 4:23 pm

    ভাই, খুব ভালো গান দিয়েচেন। এই গানটা আমার মেয়ে কৃষ্ণা খুব পছন্দ করেছে।

    • admin

      January 19, 2022 at 12:12 pm

      ধন্যবাদ

  2. পুষ্প অ্যান্ড্রুজ

    January 16, 2022 at 4:28 pm

    বাংলা গান আমার খুব ভালো লাগে। আমি যখন লন্ডনে বেড়াতে যাই, সেখানে বিদেশিদের বাংলা গান শেখাই এবং বিশেষ করে এই গানটি হু ধরো মেটেদির! তাই আপনাকে ধন্যবাদ.

    • admin

      January 19, 2022 at 12:13 pm

      ধন্যবাদ

error: Content is protected !!