একবার বিদায় দে মা… ঘুরে আসি
একবার বিদায় দে মা….. ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী
আমি… হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী…..
একবার বিদায় দে মা ঘুরে আসি
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো..
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী…..
একবার বিদায় দে মা ঘুরে আসি
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি…
একবার বিদায় দে মা ঘুরে আসি
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী….
একবার বিদায় দে মা… ঘুরে আসি
দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
ও মা তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।
Comments are off this post