LYRIC
Eka Adharer Jatri Lyrics | একা আঁধারের যাত্রী
Lyric, composition, music arrangement – Zahed Recorded at – Studio Big Bang Song mix / master – Syed Arif Al Haque Back vocals / Choir: Taiba – Promi – Tareque
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name
Eka Adharer Jatri Lyrics lyrics in Bengali
তোমাদের আজ শোনাবো
নতুন এক গল্প
যা অনেক আগেই লেখা ছিল কোথাও….
নির্ঘুম কত রাত্রি
একা আঁধারের যাত্রী
যে ছিল আজও আছে এ ধরায়…..
জোছনা গায়ে আলো আঁধারের সাথে
অন্তহীন আলাপ পথ চলতে রাতে….
অবাক এই শহরটা ঘুমিয়ে গেছে কবে
তাইতো আছি পাহারায় আমি….
যদি স্বপ্নটাকে শেকল পরাই
খোলা আকাশে হাতনা বাড়াই
মায়ারাও তখন মুছে যাবে
জীবনটাও রং হারাবে
কে আছো আজ আমার সাথে
সঙ্গ দেবে রাতটা জেগে
বিনিময় শুধু ভালবাসা
বেঁচে থাকার কারণ পাবে
তার শীতল হাতটা ধরে
হেঁটে গেছি বহুদূরে
এমনটাই তো কথা ছিল হওয়ার
নিবিড় করে চেয়েছি
শুধু তারই জন্যে গেয়েছি
যত গান আর গল্প লিখেছি….
সাগরের বুকে নীল জোছনায়
অসীম আলিঙ্গন আজো আমাকে জানায়…
হারিয়ে যাওয়ার সময় যেন তুলে রাখা হয়
স্মৃতিতে তার আমরা সবাই স্বপ্ন কোরাস গাই
ও ও ও….ও ও ও….
ও ও ও….
তোমরাও এই গানটা গাইবে
একই সুরে স্বপ্নের কোরাসে
গল্পটা আজ বিলিয়ে দিলাম
চোখ বুঁজে তোমাদের মাঝে
তোমরাও এই গানটা গাইবে
একই সুরে স্বপ্নের কোরাসে
গল্পটা আজ বিলিয়ে দিলাম
চোখ বুঁজে তোমাদের মাঝে…..
যাচ্ছি আমি এবার
সময় হল যাওয়ার
খুঁজে নিও আমায়
ওই তারাদের মেলায়
Eka Adharer Jatri Lyrics lyrics in English
Tomader Aaj Shonabo
Notun Ek Golpo
Jaa Onek Agei Lekha Chilo Kothao
Nirghum Koto Raatri
Eka Andharer Jatri
Je Chilo Aajo Ache E Dhoray
Jochona Gaaye Aalo Andharer Sathe
Ontoheen Alap Poth Cholte Raate
Obak Ei Shohorta Ghumiye Geche Kobe
Taito Achi Paharay Ami
Jodi Shopnota Ke Shekol Porai
Khola Akashe Haat Na Barai
Mayarao Tokhon Muche Jaabe
Jibonta O Rong Harabe
Ke Acho Aaj Amar Sathe
Songgo Debe Raat Ta Jege
Binimoy Shudhu Valobasha
Beche Thakar Karon Pabe
Taar Shitol Haat Ta Dhore
Hete Gechi Bohudure
Emontai Toh Kotha Chilo Howar
Nibir Kore Cheyechi
Shudhu Taari Jonno Geyechi
Joto Gaan Aar Golpo Likhechi
Sagorer Buke Neel Jochonay
Ashim Alingon Aajo Amake Janay
Hariye Jaowar Somoy Jeno Tule Rakha Hoy
Smritite Taar Amra Sobai Shopno Chorus Gai
Oo….Oo….Oo….
Tomrao Ei Gaanta Gaibe
Eki Sure Shopner Chorus E
Golpota Aaj Biliye Dilam
Chokh Buje Tomader Majhe
Tomrao Ei Gaanta Gaibe
Eki Sure Shopner Chorus E
Golpota Aaj Biliye Dilam
Chokh Buje Tomader Majhe
Jacchi Ami Ebar
Somoy Holo Jaowar
Khuje Niyo Amay
Oi Tarader Melay
Shekor” mixed album. The album is coordinated by Arpeggio Music school. Official release date: 16th Oct, 2022
Band Line up: Guitar / Keys / Violin/ Vocal – Zahed Guitar – Labib Keys / Guitar / Back vocal – Samit Bass – Sarbojit Drums / Back vocal – Abid
একা আঁধারের যাত্রী গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন দ্যা ট্রি বাংলা ব্যান্ড এর জাহেদ। এ গানের লিরিক্স লিখেছেন নাজিম উদ্দিন জাহেদ।
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post