LYRIC

Ei Banglar Matite Lyrics | এই বাংলার মাটিতে

Song : Ei Banglar Matite
এই বাংলার মাটিতে
Singer :Nirmala Mishra


Ei Banglar Matite Lyrics in Bengali : 

এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
এই আকাশ, নদী, পাহাড় আমার বড় প্রিয়
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও

কোথায় বলো এতো স্বপন হাওয়াতে ভাসে
কোথায় বলো এতো গো ফুল বসন্তে হাসে
শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
আ …….আ………আ ………

বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে
বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে
কোথায় বলো এতো মায়া ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে
কোথায় বলো এতো মায়া ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে
কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
এই আকাশ, নদী, পাহাড় আমার বড় প্রিয়
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!