LYRIC

Ebar Tor Mora Gange Ban Esechhe Lyrics | এবার তোর মরা গাঙে বান এসেছে

Song : Ebar Tor Mora Gange
গান : এবার তোর মরা গাঙে
Artist : Srikanta Acharya
Writer & Composer : Rabindranath Tagore



Ebar Tor Mora Gange Ban Esechhe Lyrics in Bengali:

এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী

ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি
প্রাণপনে ভাই ডাক দে আজি…….
তোরা সবাই মিলে বৈঠা নে রে
খুলে ফেল সব দড়াদড়ি…
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী….

দিনে দিনে বাড়ল দেনা……
ও ভাই করলি নে কেউ বেচা কেনা
হাতে নাই রে ক​ড়াক​ড়ি
দিনে দিনে বাড়ল দেনা……
ও ভাই করলি নে কেউ বেচা কেনা
হাতে নাই রে ক​ড়াক​ড়ি
ঘাটে বাঁধা দিন গেল রে
মুখ দেখাবি কেমন করে
ওরে দে খুলে দে পাল তুলে দে
যা হয় হবে বাঁচি মরি…..

এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী…..
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী…।


Notation

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!