LYRIC
Chader Khopa Lyrics (চাঁদের খোঁপা)
Chader Khopa Lyrics in Bengali.বাংলা গান “চাদের খোপা” গানটি পরিবেশন করেছেন মাহতিম সাকিব এবং আন্তোরা রহমান বাংলা গান “পথে হলো দেরি,” এর জন্য। জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সায়ারা তোতিনি এবং অন্যান্য কাস্ট সদস্যদের সমন্বিত। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার, এবং বাংলা গান লিখেছেন সোমেশ্বর অলি।
📌 Song Title | Chader Khopa |
🎵 গান | চাঁদের খোঁপা |
🎞️ Drama | Pothe Holo Deri |
🎤 Singer | Mahtim Shakib & Antora Rahman |
✍️ Lyrics | Shomeshwar Oli |
🎼 Music | Sajid Sarker |
🏷️ Music Label | Central Music and Video -CMV |
The video of this song can be watched on YouTube. Enjoy the song Lyrics Chader Khopa with Bengali & English Lyrics.
See the music video on the YouTube channel for your reference
চাঁদের খোপা | Chader Khopa | Full Song | Apurba, Totini |Mahtim, Antora, Sajid, Oli |Pothe Holo Deri
For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name
Chader Khopa lyrics in Bengali
একি আলো তুমি ছড়িয়ে দিলে
স্পর্শ ছাড়াই যেন জড়িয়ে নিলে
একি সন্মোহন তোমার দুচোখে
নিমিষে হারিয়ে যাই স্বপ্নলোকে
তোমারই অধরে দারুন বসন্তকাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়
শত ইচ্ছের ডাকাডাকি
প্লিজ, আর একটু থাকি
কিছু সুখের ছবি আঁকি
এখনো কিছুটা পথের বাকি
তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল …..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়
কত গল্পে কোনকানি
হোক তবে জানাজানি
পেতে দিয়ে হৃদয়দানি
গহীনে গভীরে তোমায় টানি
তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল …..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুজেছি চাঁদের খোঁপায়
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়
Chader Khopa lyrics in english
Eki Aalo Tumi Choriye Dile
Sporsho Charai Jeno Joriye Nile
Eki Sommohon Tomar Duchokhe
Nimishe Hariye Jai Shopnoloke
Tomari Odhore Darun Bosontokal
Tomar Nojore Mayar Indrojaal
Ekhon Amar Ki Je Upay
Phul Gujechi Chader Khopay
Ami Ki Pabo Tomay Ei Bhubone
Keu Jodi Paay
Shoto Iccher Dakadaki
Please Aar Ektu Thaki
Kichu Sukher Chobi Anki
Ekhono Kichuta Pother Baki
Ekhon Amar Ki Je Upay
Ful Gujechi Chader Khopay
Koto Golpe Kanakani
Hok Tobe Janajani
Pete Diye Hridoydaani
Gohine Gobhire Tomay Taani
Ekhon Amar Ki Je Upay
Phul Gujechi Chander Khopay
Chader Khopa song Fact:
পথে হলো দেরি বাংলা নাটকের গান চাঁদের খোঁপা গানটি গেয়েছেন মাহতিম সাকিব ও অন্তরা রহমান। গানটির সুর দিয়েছেন সাজিদ সরকার। এখন আমার কি যে উপায় ফুল গুঁজেছি চাঁদের খোঁপায় গানের লিরিক্স লিখেছেন সোমেশ্বর অলি।
How can I download This Song ?
You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App.
We offer the lyrics in Bengali and English, so please let us know which language you prefer..Let us know your opinion about the song in the comment section.
Related Question Answer Of this Song
প্রশ্ন: ‘পথে হলো দেরি’ নাটকের ‘চাদের খোপা’ গানের শিল্পী কারা?
উত্তর: ‘পথে হলো দেরি’ নাটকের ‘চাদের খোপা’ গানের শিল্পী মাহতিম শাকিব ও অন্তরা রহমান।
প্রশ্নঃ ‘চাদের খোপা’ গানটির কথা লিখেছেন কে?
উত্তর: “চাদের খোপা” গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি।
প্রশ্নঃ ‘চাদের খোপা’ গানটির সুর ও সুরকার কে?
উত্তর: ‘চাদের খোপা’ গানটির সুর ও সুরকার সাজিদ সরকার।
প্রশ্নঃ ‘পথে হলো দেরি’ নাটকের লেখক ও পরিচালক কে?
উঃ “পথে হলো দেরি” নাটকের লেখক ও পরিচালক হলেন জাকারিয়া শওখিন।
প্রশ্নঃ ‘পথে হলো দেরি’ নাটকের চিত্রগ্রাহক কে?
উত্তর: নাজমুল হাসানের ‘পথে হলো দেরি’ নাটকের চিত্রগ্রহণ।
প্রশ্নঃ ‘পথে হলো দেরি’ নাটকের প্রযোজক কে?
উঃ ‘পথে হলো দেরি’ নাটকের নির্মাতা এস কে শাহেদ আলী পাপ্পু।
প্রশ্নঃ ‘চাদের খোপা’ গানটি কোন লেবেলে প্রকাশিত হয়েছে?
উত্তর: “চাদের খোপা” গানটি সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও – সিএমভি লেবেলে প্রকাশিত হয়েছিল।
Comments are off this post